প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫
ইউএস বি ডেস্কঃ
১৭ বছরের নির্বাসন শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে দেশে আসবেন তিনি।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে ফ্লাইটটি সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরপর সিলেটে আধাঘন্টা যাত্রাবিরতি দিয়ে বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
এদিকে, তারেক রহমানকে বরণে সিলেটেও প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। ইতোমধ্যে অনেক নেতাকর্মী ঢাকায় চলে গেছেন। আজ বুধবার রাতে ২০০টি বাসে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, লন্ডন থেকে প্রথমে সিলেটে আসলেও নিরাপত্তার স্বার্থে সিলেটে বিমান থেকে নামবেন না তারেক রহমান। দলীয় নেতাকর্মীদেরও সিলেট বিমানবন্দর এলাকায় যেতে মানা করেছে বিএনপি। তবে তারেক রহমানের যাত্রাবিরতির কারণে সিলেট ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ইতোমধ্যে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে। তাছাড়া ওইদিন বিমানবন্দর এলাকায় কোন লোকসমাগমও করা যাবে না।সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, বিমানবন্দর এলাকায় সবসময়ই নিরাপত্তা জোরদার থাকে। ন্তির্জাতিক ফ্লাইট অবতরণের আগে আমরা সবসময়ই সর্বোচ্চ সর্ক থাকি। এবারও তার ব্যত্যয় হবে না। তার পাশপাশি যে ধরণের নির্দেশনা আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সিলেট ও আশপাশের জেলার নেতাকর্মীদের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই উৎসাহ, আবেগ ও উচ্ছ্বাস কাজ করছে। তবে সাংগঠনিক শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সিলেট মহানগর, জেলা ও আশপাশের জেলার কোনো নেতাকর্মী যেন অহেতুক বিমানবন্দরে উপস্থিত না হন।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, তারেক রহমান বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আসবেন। ওই ফ্লাইটটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তবে তিনি সেখানে না নেমে সরাসরি ঢাকায় যাবেন। ঢাকায় পৌঁছে তারেক রহমান তার আগমনের জন্য নেওয়া প্রস্তুতি প্রত্যক্ষ করবেন। এরপর তিনি তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest