প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫
ইউএস বি ডেস্কঃ
দেশজুড়ে সহিংসতা, হত্যা, হুমকি, অপহরণ এবং দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইসকন নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল বের করে ইসকন নিষিদ্ধের দাবি জানান তারা।
বায়তুল মোকারমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে ইন্তিফাদা বাংলাদেশ নামে একটি সংগঠন। এ সমাবেশে সংগঠনটির নেতারা ইসকনের বিরুদ্ধে বিভিন্ন দাবি ও অভিযোগ তুলে ধরেন।
দাবি গুলো হলো- ১। গাজীপুর ধর্ষণের ঘটনা ঘিরে পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট পুলিশ বিভাগকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ভিকটিমের প্রতি দোষারোপ বন্ধ করে পুলিশ ও প্রশাসনের আচরণের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের সম্মুখে এনে দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে; ২। টঙ্গী এলাকার অপহরণ-হত্যা ও এ বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত চালিয়ে দোষীদের দৃষ্টান্তমূলকভাবে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করতে হবে; ৩। রাষ্ট্রীয় পর্যায়ে ‘কাঠামোগত ইসলাম বিদ্বেষ’ ও ইসলামবিদ্বেষী আচরণ রোধে একটি জাতীয় নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে; ৪। মুসলিম নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা ও রক্ষা ব্যবস্থাসহ আইনি গঠন করতে হবে; ৫। ইসলামবিদ্বেষ-বিরোধী কর্মকাণ্ডে অগ্রণী যে ইমাম, সক্রিয় নাগরিক ও সংগঠনগুলো লড়াই করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
জুমা নামাজ শেষে রাজধানীর কামরাঙ্গীরচরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। এ সময় বক্তারা বলেন,উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন দীর্ঘদিন যাবত বাংলাদেশে হিন্দু মন্দির স্থাপন ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নামে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে চালিয়ে যাচ্ছে। ইসকন বাংলাদেশকে অভিন্ন ভারত ঘোষণার দাবিদার, অবৈধ অর্থ পাচার, ধর্মীয় পরিচয় গোপন রেখে মুসলিম নারীদের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক স্থাপন করে ব্ল্যাকমেল করে ধর্ষণের মত নির্লজ্জ কাজে জড়িত। মুসলমানদের পবিত্র কোরআন পোড়ানো, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারণে ইসকন ইসরাইলি কায়দায় বাংলাদেশের বিভিন্ন জেলায় একের পর এক আস্তানা গড়ে তুলছে। এ সন্ত্রাসী সংগঠনের সকল কার্যক্রম বন্ধ করতে হবে।
ইসকন নিষিদ্ধের দাবিতে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, আসাদগেট ও জিগাতলায় বিক্ষোভ মিছিল হয়েছে। একই দাবিতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আমার দেশ প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনগুলো নিচে তুলে ধরা হলো-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক ঘুরে আবার ক্যাম্পাসে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, ‘জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ইত্যাদি।
সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, “ইসকনের কাজ হওয়া উচিত ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা। কিন্তু তারা হিন্দুত্ববাদী কার্ড খেলে দেশ অশান্ত করার ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও তারা বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করেছে। বিশ্বের অনেক দেশেই ইসকন নিষিদ্ধ— বাংলাদেশে কেন নয়? ইসকন শুধু মুসলমানদের নয়, হিন্দুদেরও শত্রু— তারা মানবতার শত্রু। তাই অবিলম্বে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ইসকন কর্তৃক দেশব্যাপী মুসলিম নারী ধর্ষণ ও ইমাম গুমের প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। শুক্রবার জুমা নামাজ শেষে থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক, কে আর মার্কেট প্রদক্ষিণ করে জব্বারের মোড়ে এসে শেষে হয়। সেখানে একটি সমাবেশ আয়োজন করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এসময় মিছিলে দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসকনের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড, হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট, গাজীপুরে আশামনি ধর্ষণ, খতিব মুহিব্বুল্লাহকে অপহরণ এবং ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার বাদ জুম্মা ইবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আগের স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়: উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনের সারা দেশে বিভিন্ন সময়ে ধারাবাহিক সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে এবং ইসকনকে নিষিদ্ধ ঘোষনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বাদ জুম’আ দেশপ্রেমী শিক্ষার্থীর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে তারা মিছিল নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক পরিদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রান্ডফ্লোরে এসে তারা সমাবেশ করেন। এ সময় তারা ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী; ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না; স্লোগান দিতে থাকে।
মিছিলে শিক্ষার্থীরা ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান; ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও; ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না; ইসকনের ঠিকানা, এই জমিনে হবে না; দে দে দে কবর দে, ইসকনের কবর দে; ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী,নারায়ে তাকবীর, আল্লাহু আকবার; জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাইসহ বিভিন্ন স্লোগান দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: শহীদ আলিফ হত্যার বিচার দ্রুত কার্যকর, গাজীপুরে মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টা ও সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সংঘবদ্ধ ধর্ষণের সাথে সংশ্লিষ্ট ইসকনের নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘চবিয়ান দ্বীনি পরিবার’ নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তরা বলেন, গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছরের শিশু আশা মনিকে ধর্ষণ ও মসজিদের খতিবকে গুম করে হত্যাচেষ্টা–এসবের সাথে ইসকনের সম্পৃক্ততার অভিযোগ এসেছে। চট্টগ্রামে এ্যাডভোকেট আলিফকে হত্যা, টঙ্গীতে ইমামকে গুম করে হত্যাচেষ্টা এবং সারাদেশে অসংখ্য মুসলিম মেয়েদের ধর্ষণের ঘটনার আমরা দ্রুত বিচার দাবী করছি।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক দেশব্যাপী মুসলিম নারী ধর্ষণ ও ইমাম গুমের প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। রুয়েটের মুসলিম ছাত্রসমাজ বিক্ষোভ মিছিলটি আয়োজন করে।
শুক্রবার জুমার নামাজ শেষে রুয়েটের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে তালাইমারী ঘুরে প্রধান ফটকে শেষ হয়। বিক্ষোভের শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করে সমসাময়িক বিষয়ে সচেতনতা বক্তব্য উপস্থাপন করেন এবং সরকার ও প্রশাসনের কাছে তাদের দাবিসমূহ তুলে ধরেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: দেশব্যাপী মুসলিম নারীদের ধর্ষণ, সম্মানিত আলেমদের গুম, উগ্র হিন্দুত্ববাদী ইসকনের অপতৎপরতা ও প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শুক্রবার বাদ জুমা ‘সচেতন মুসলিম শিক্ষার্থীবৃন্দ, রাবি’-এর ব্যানারে এ বিক্ষোভ করেন তারা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়: আলিফ হত্যা, গাজীপুরে আশামনি ধর্ষণ, মাওলানা মুহিবুল্লাহ গুম, বুয়েটের ধর্ষক শ্রীশান্ত রায়সহ ইসকনের সঙ্গে জড়িত সকল খুনী ও ধর্ষকদের দ্রুত বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে উদ্যোগে এ কর্মসূচি পালন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘আবু সাঈদের বাংলায়, ইসকনের ঠাঁই নাই’, ‘ব্যান ব্যান, ইসকন’, ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না’, ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ইসকনের চামড়া, তুলে নেব আমরা’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
গাজীপুর: ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসন, গাজীপুরের শিশু আশা মনিসহ সকল নারী ও শিশু ধর্ষণ এবং মসজিদের খতিব হাবিবুল্লাহ মিয়া হত্যার চেষ্টা প্রতিবাদ এবং উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আলেম-ওলামা ও তৌহিদী জনতা। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর গাজীপুর কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গাজীপুরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে ৩৬ এর চত্বর এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
কাপাসিয়া: গাজীপুরের কাপাসিয়ায় তাওহিদী জনতার উদ্যোগে হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর শুক্রবার বাদ আছর ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ করে।
রংপুর: ইসকন নিষিদ্ধ এবং মুফতি মহিবুল্লাহকে গুমকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের সচেতন মুসলিম সমাজ। শুক্রবার জুমা নামাজের পর সদর উপজেলা মসজিদের সামন থেকে বিক্ষোভটি শুরু হয়ে নগরীর সুপার মার্কেটেোড়, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব চত্ত্বর হয়ে এসে শেষ হয়। সেখানে সমাবেশ করে তারা।
এ সময় বক্তারা বলেন, ইসকন পরিকল্পিতভাবে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে দিল্লি এবং হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। তারা মুফতি মহিবুল্লাহকে গুম করে ঢাকা থেকে পঞ্চগড় দিয়ে দিল্লীতে পাঠানোর পরিকল্পনা করেছিল। কিন্তু ইন্টিরিম সরকার তাদের নিষিদ্ধ না করে লায় দিচ্ছে। অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনস্টকারী এই চক্রকে আইনের আওতায় আনা না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তুলবে তৌহিদি মুসলিম জনতা।
কিশোরগঞ্জ: আলিফ হত্যা, মুহিবুল্লাহ গুম, গাজীপুরে আশামনি ধর্ষণ এবং ডুয়েটের ছাত্র ধর্ষক শ্রীশান্ত রায়সহ ইস্কনের জড়িত খুনি ও ধর্ষকদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে শহীদি মসজিদ চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির নামে ইস্কন বারবার সহিংসতা, হত্যা ও নারী নির্যাতনের মতো অপরাধ করছে। এই সংগঠনকে নিষিদ্ধ না করলে দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।
ফরিদপুর: শহীদ আলিফ হত্যার বিচার দাবি ও গাজীপুর মসজিদের খতিবকে গুম করে হত্যার অপচেষ্টার প্রতিবাদে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তৌহিদী জনতা ও দেশ প্রেমিক যুব সমাজ হিন্দু উগ্রবাদ সংগঠন ইসকন নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
মুসলিম মেয়েদের টার্গেট করে সংঘবদ্ধভাবে ধর্ষণ সংশ্লিষ্ট ইসকনের সকল কার্যক্রম আইনের আওতায় আনার দাবি জানিয়ে জুম্মার নামাজ শেষে ঈদগাঁ মাদরাসা মসজিদ মাঠে সমবেত হয়ে শত শত ধর্মপ্রাণ মুসল্লীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেন।
মিছিলটি ভাঙ্গা উপজেলা পরিষদসহ দুটি পাড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় ঈদগাঁ মাদরাসা মাঠে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আকাশ, লিওন, বায়জীদ, হুসাইন, মুকিম, মাসরুল, জামিল, মেহেদি, সাব্বির, মাজহারুল ইসলাম মোল্লা, মিনহাজ প্রমুখ।
টঙ্গী: গাজীপুরের টঙ্গীর বিটিসিএল টিএন্ডটি কলোনি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি মুহিবুল্লাহ মাদানির অপহরণ ও গাজীপুরে ১৩ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবীতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৌহিদী জনতা ও আলেম সমাজ। এসময় প্রায় দেড় ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। প্রতিবাদ সভা শেষে বিকেল সাড়ে তিনটার দিকে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
শুক্রবার জুমার নামাজের পর টঙ্গীর বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে স্টেশন রোড এলাকায় অবস্থান নেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় নারায়ে তকবির আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে উঠে চারপাশ।
নাগেশ্বরী (কুড়িগ্রাম): দেশব্যাপী ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়া ইসকন নামের সন্ত্রাসী সংগঠনকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা, টঙ্গী ইমাম গুমের দায়ীদের দ্রুত গ্রেফতার, গাজীপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণ ও বুয়েটে মুসলিম নারীদের কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশে উত্তাল হয়ে ওঠে কুড়িগ্রামের নাগেশ্বরী।
শুক্রবার বিকেল ৫টায় নাগেশ্বরী বাসস্ট্যান্ডের দারুন নাজাত জামে মসজিদ চত্বরে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা বলেন, টঙ্গীর ইমাম শুধুমাত্র সত্য উচ্চারণ করেছিলেন, তাই তাকে গুম করা হলো! এই নীরব রাষ্ট্রব্যবস্থার দায় কে নেবে? তারা আরও বলেন, ইসকনের নামে দেশে ধর্মীয় সন্ত্রাস চলছে। সরকার যদি এখনই তাদের নিষিদ্ধ না করে, তাহলে জনগণ নিজেরাই জবাব দেবে।
সিলেট: মানবতাবিরোধী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরীর উদ্যোগে পুণ্যভূমি সিলেট নগরীতে শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমআ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, গাজীপুরের টঙ্গীতে একজন ইমামকে অপহরণ করে পাচার করার চেষ্টা করেছে মানবতাবিরোধী সন্ত্রাসী সংগঠন ইসকন। কয়েক মাস আগে আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করেছে ইসকন।
তারা অভিযোগ করেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও দেশের আনাচে-কানাচে এই সন্ত্রাসী সংগঠনের কর্মীরা ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধের সাথেও জড়িত। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এই সংগঠন এতো দুঃসাহস পায় কোথা থেকে, ল তাদেরকে মদত দেয়? আমরা জানতে চাই।
বক্তারা আরো বলেন, আমরা দেখেছি মানবতাবিরোধী অপরাধে সেনা কর্মকর্তারা সহ সকল অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে, অথচ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ইসকন এর জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও ইসকনকে নিষিদ্ধ করা হচ্ছে না, আমরা এর জবাব চাই। যদি অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করা না হয় তাহলে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো আরও কঠিন হবে।
পটিয়া (চট্টগ্রাম): ইস্কন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় উলামা জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পটিয়ার ডাকবাংলো মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডাকবাংলো মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘‘ইসকন নিষিদ্ধ করো”, “নারী নিপীড়নের বিচার চাই”, “গেরুয়া প্রেমের ফাঁদ থেকে তরুণীদের রক্ষা করো”— এমন বিভিন্ন স্লোগান এলাকা মুখর করে তোলেন।
বক্তারা অভিযোগ করে বলেন, ইসকনের সংশ্লিষ্টদের মাধ্যমে দেশজুড়ে একের পর এক ধর্মীয় উসকানি, নারী নিপীড়ন ও তরুণদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। তারা বলেন, মুসলিম নারীদের “লাভ ট্র্যাপ” বা “গেরুয়া প্রেমের ফাঁদে” ফেলার মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করা হচ্ছে।ৎ
মানিকছড়ির (খাগড়াছড়ি): দেশে চলমান ধর্ষণকাণ্ডে প্রশাসনের উদাসীনতা, ধর্ষকের দ্রুত বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আমতল মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে তৌহিদী জনতা, ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
চরফ্যাশন (ভোলা): ইসকন নিষিদ্ধের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর ভোলার চরফ্যাশন জিন্নাগড় বায়তুল আহাদ জামে মসজিদের মুসল্লী ও তৌহিদী জনতার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘আবু সাঈদের বাংলায়, ইসকনের ঠাঁই নাই’, ‘ব্যান ব্যান, ইসকন’, ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না’, ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ইসকনের চামড়া, তুলে নেব আমরা’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন মসজিদের সাধারণ সম্পাদক ডা. আল-আমিন।সুত্রঃ আমার দেশে অনলাইন
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest