জগন্নাথপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫

জগন্নাথপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

 

স্টাফ রিপোর্টারঃ

” মানসম্মত হেমলেট ও নিরাপদ গতি,কমবে জীবন ও সম্পদের ক্ষতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০২৫ ইং উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ শে অক্টোবর রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় এক বিশাল র‍্যালী জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই স্থানে ফিরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ এর হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ,জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দীন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল,পাটলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আঙ্গুর মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিং,জগন্নাথপুর পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর ও শ্রমিক নেতা আজিজ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এ সংক্রান্ত আরও সংবাদ