প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।তাঁকে ফুল দিয়ে বরন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ।
২০শে অক্টোবর রোজ সোমবার সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী কমিউনিটি ক্লিনিক, শ্রীরামসি ভূমি অফিস, মীরপুর ইউনিয়ন পরিষদ, গ্রাম আদালত ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, জগন্নাথপুর উপজেলা ভূমি অফিস ও জগন্নাথপুর পৌরসভা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সুনামগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া। এবং বেলা ২ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আমীন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাউছার আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
মতবিনিময়কালক জেলা প্রশাসক বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest