প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
ইউএস বি ডেস্কঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন ।
শফিকুর রহমান বলেন, শক্তভাবে ভোটকেন্দ্রের পাহাড়ায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদেরকে প্রতিহত করতে হবে।
ক্ষমতায় আসলে প্রথমে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে জানিয়ে তিনি বলেন, মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে লুটপাট হবে না, সাম্যতা নিশ্চিত হবে।
নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার
জামায়াত আমির বলেন, ক্ষমতায় যেতে পারলে অর্থখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। বিদেশিদের বিনিয়োগের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
তিনি বলেন, জামায়াত ইসলামী দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে।
এ সময় ডা. শফিকুর রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।
US BANGLA BARTA is proudly powered by WordPress