জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত ও ২ জন আহত

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২৫

জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত ও ২ জন আহত

 

হুমায়ূন কবীর ফরীদি##

পাগলা -জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় খায়রুল (৩০), রাজন(২২) ও হৃদয় (২০) নামক তিন যুবক গুরুতর আহত হন। তমধ্যে খায়রুল (৩০) নামক এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। অপর আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানাযায়, ২৩ শে জুলাই রোজ বুধবার বিকাল সাড়ে পাঁচ ঘটিকার সময় পাগলা -জগন্নাথপুর -আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর সুনামগঞ্জের জগন্নাথপুর জগন্নাথপুর অংশে সুবিদপুর(ঝাকার বাড়ী) নামক এলাকায় দুটি মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী জনগন্নাথপুর উপজেলার গন্ধর্বপুর গ্রাম নিবাসী এমদাদুর রহমান এর ছেলে খায়রুল ইসলাম (৩০), একই গ্রামের চান মিয়ার ছেলে রাজন মিয়া(২২) ও নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ গ্রামের নূরুল ইসলাম এর ছেলে হৃদয় মিয়া(২০) আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক। পরে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হলে রাত সাড়ে ১০ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় খায়রুল ইসলাম (৩০) মৃত বরন করেছেন। অপর আহতরা চিকিৎসাধীন আছেন।  খায়রুল ইসলাম (৩০) এর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত খায়রুল ইসলাম নামক যুবক সিলেট এম ওজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছে। আইনী প্রক্রিয়া চলমান আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ