জগন্নাথপুরে প্রতিপক্ষের ইটের আঘাতে বিএনপি নেতা নিহত

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫

জগন্নাথপুরে প্রতিপক্ষের ইটের আঘাতে বিএনপি নেতা নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে বাড়ীর সীমানা দেওয়াল নির্মাণ কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইটের আঘাতে শেখ কবির আহমদ কছুর(৭০) নামক এক প্রবীণ বিএনপি নেতা মৃত্যু বরন করেছেন বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সৈয়দপুর দক্ষিণ আগুনকোনা গ্রাম নিবাসী জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ কছুর(৭০) এর সাথে প্রতিবেশী মনোয়ার আলীর সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দীর্ঘ প্রায় ছয়মাস ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে ৯ ই জুলাই রোজ বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ ইটপাটকেল ছুঁড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের লোকজনের ইটের আঘাতে শেখ কবির আহমেদ কছুর (৭০) আহত হয়ে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে নিহতের ছেলে জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব শেখ সাহবির আহমেদ জানান, আমাদের পারিবারিক রাস্তা জোরপূর্বক মনোয়ার আলী ও তার লোকজন তাদের দাবি করে আমাদের সঙ্গে বুধবার সকালে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে তাদের ছুঁড়া ইটের আঘাতে আমার বাবার বুকে লাগে।তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ