প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫
শান্তিগঞ্জ থেকে সংবাদদাতাঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামে বাড়ির জায়গা নিয়ে সংঘর্ষে চাচাতো ভাইয়ের হাতে অপর চাচাতো ভাই নজরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত নজরুল ইসলাম জয়কলস ইউনিয়নের জামলাবাজা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের প্রতিপক্ষ মৃত. রুস্তুম আলীর ছেলে আজাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৫ জুন) সকাল ৮টায় নিহত নজরুল ইসলামের সাথে প্রতিবেশী তাজ উদ্দিনের বসত বাড়ির সীমানা নিয়া ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে নিহত নজরুল ইসলামকে তার বসত বাড়ির সামনের রাস্তায় প্রতিবেশী চাচাতো ভাই মৃত মনির উদ্দিনের ছেলে তাজ উদ্দিন (৫৫), রিয়াজ উদ্দিন (৪৪), সালা উদ্দিন (৩২), সজিম উদ্দিন (৩৭) সহ প্রায় ২৫/৩০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত ভাবে মারপিট শুরু করে। মারপিটের সময় নিহত নজরুল ইসলাম (৪০) এর বুকে সুলফি (স্থানীয় নাম ঝাটা) এর ঘা লেগে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে যান। এসময় নিহতের আপন ভাই জালাল হোসেন (৫৫) কেও প্রতিপক্ষের লোকজন মারপিট করে আহত করে। মুমূষুর্ অবস্থায় নিহত নজরুল ইসলাম ও গুরুতর আহত অবস্থায় মো. জালাল হোসেনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরিবারের লোকজন নিয়ে গেলে ডাক্তার নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং আহত মো. জালাল হোসেনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযান চালিয়ে ঘটনায় অভিযুক্ত একই গ্রামের প্রতিপক্ষ মৃত রুস্তুম আলীর ছেলে আজাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী সংঘর্ষে নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
US BANGLA BARTA is proudly powered by WordPress