ঈদুল আজহা উপলক্ষে আলহাজ্ব তেরাব আলী ট্রাস্টের খাদ‍্য বিতরণ

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জুন ৭, ২০২৫

ঈদুল আজহা উপলক্ষে আলহাজ্ব তেরাব আলী ট্রাস্টের খাদ‍্য বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাড়ারগাঁও আলহাজ্ব তেরাব আলী (চেয়ারম্যান) ট্রাস্ট এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, বিতরণ করেন ট্রাস্টের চেয়ারম‍্যান আলহাজ্ব তেরাব আলী চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান আলহাজ্ব রফিক মিয়া সাহেব (চেয়ারম্যান ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ)।এতে উপস্তিত ছিলেন আলহাজ্ব তেরাব আলী সাহেবের বড় মেয়ে ছায়ারুন নেছা, রাজমত আলী, ছয়দুল ইসলাম, মখলিছ মিয়া, লিটন মিয়া প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ