জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৫

জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত

 

হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুর এর পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্টে আব্দুল্লাহ (৪২)নামক এক প্রবাসী মৃত্যু বরন করেছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত চাঁদপুর গ্রাম নিবাসী মৃত সফর আলীর ছেলে দুবাই প্রবাসী আব্দুল্লাহ মিয়া(৪২) গতকাল ৫ই জুন রোজ বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যারাত ৭ ঘটিকার সময় নিজের নির্মাণাধীন বিল্ডিংয়ে বিদ্যুৎ এর কাজ করতে গিয়ে অসাবধানতা বসত হঠাৎ করে বিদ্যুৎ স্পৃষ্ট হন।তৎক্ষনাৎ পরিবারের লোকজন তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং নিহত আব্দুল্লাহ মিয়ার পরিবার কোনো অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত ছাড়াই পরিবার এর নিকট মরদেহ হস্তান্তর করেছেন।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই নুর উদ্দিন আহমেদ।

এ সংক্রান্ত আরও সংবাদ