প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, মে ১৬, ২০২৫
বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের মেঘেরকান্দি ও রৌয়াইল গ্রামের মধ্যবর্তী হাওরে সৈয়দুর মিয়া (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে মেঘেরকান্দি (রামপুর) গ্রামের ইউনুস মিয়ার ছেলে। শুক্রবার (১৬ মে) বেলা ৩টায় হাওরের দিঘির পাশের ধানের ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৩টার দিকে হাওরে বোরো ধানের পাশে ঘাস কাটার জন্য রৌয়াইল গ্রামের কয়েকজন কৃষক প্রথমে দেখতে পান। পরে স্থানীয় মেম্বার টিপু মিয়াকে খবর দিলে মেম্বার জগন্নাথপুর পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে তদন্ত (ওসি) জয়নার হোসাইন, সেকেন্ড অফিসার সাকিব মিয়া, এএসআই আকবর হোসেন, ডিএসপি জসিম মিয়া, সাইদুর জামান সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
এলাকাবাসী আরো জানান, এই দিঘীর পাড়ে একটি পরিত্যক্ত ঘর রয়েছে, সেখানে ধারনা করা হচ্ছে তাকে প্রথমে হত্যা করে। পরে পাশের জমিনে ফেলে রাখা হয়। এই ঘরে মাদক সেবনের বিভিন্ন জিনিস পাওয়া গেছে।
এ ব্যাপারে ছেলের বাবা ইউনুস মিয়া বলেন, আমার ছেলের গলায় ছুড়ার একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শরিরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে। ছেলে ৬মাস আসে বিবাহ করেছি। আমার ৫ছেলের মধ্যে সে ৩য় সন্তান।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য টিপু মিয়া বলেন, আমাদের গ্রাম ও মেঘেরকান্দি গ্রামের মধ্যবর্তি একটি লাশ দেখে আমাকে জানালে পরে আমি থানা পুলিশকে খবর দেই। থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। এটা হত্যা না অন্য কিছু বলতে পারবো না।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, হাওরে লাশ পাওয়া গেছে খবর পেয়ে আমি সহ আমাদের পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে থানা নিয়ে আসি। আগামী কাল ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ পাঠানো হবে। এখনো কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইন আনুক ব্যবস্থা গ্রহন করা হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest