“ফ্রেন্ডস ফরএভার অর্গানাইজেশন” আয়োজিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

“ফ্রেন্ডস ফরএভার অর্গানাইজেশন” আয়োজিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে “ফ্রেন্ডস ফরএভার অর্গানাইজেশন” কর্তৃক আয়োজিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং সম্পন্ন হয়েছে। এই খেলায় লিটু এন্ড হেলাল এফসি চ্যাম্পিয়ন, আক্তার এফসি রানার্সআপ ও ফ্রেন্ডস ক্লাব পাগনারপার তৃতীয় হয়েছে।


মাদকমুক্ত সমাজ বিনির্মানের লক্ষে যুবসমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “ফ্রেন্ডস ফরএভার অর্গানাইজেশন” এর আয়োজনে ২৩ শে জানুয়ারী দিবাগত রাতে উপজেলার পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ মাঠে মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ৩২টি দল অংশ গ্রহন করেছিল। উক্ত খেলায় লিটু এন্ড হেলাল এফসি চ্যাম্পিয়ন, রানার্সআপ ও ফ্রেন্ডস ক্লাব পাগনারপার তৃতীয় হয়েছে।
উক্ত খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ মসিক আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, হাসানুজ্জামান আলীনূর , ফ্রেন্ডস ফরএভার অর্গানাইজেশনের সহ- সভাপতি রেদোয়ানুল হক শিরন, যুগ্ম সাধারণ সম্পাদক, শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজুল হক,সম্মানিত সদস্য,সাগর দেব, সুমেন মিয়া, রিংকু দেব, পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্য, প্রণব দেবনাথ ও খেলোয়াড় বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার ক্রীড়ামোদী জনসাধারণ। অনুষ্ঠানের অতিথি বৃন্দ বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।
খেলার প্রথম পুরস্কার দাতাঃ- শাহীন আহমদ, দ্বিতীয় পুরস্কার দাতাঃ- রেদুয়ানোল হক শিরন ও তৃতীয় পুরস্কার দাতাঃ- আল কবির।

এক নজরে “ফ্রেন্ডস ফরএভার অর্গানাইজেশন” এর কমিটিঃ
উপদেষ্টা নাজমুল রহমান, সভাপতি আল কবির চৌধুরী, সহ-সভাপতি রেদুওয়ানুল হক শিরিন, সাধারন সম্পাদক ফজলুর রহমান তারেক, সহ-সাধারন সম্পাদক শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক ফিরুজুল হক, অর্থ সম্পাদক রেজাউল ইসলাম, সহঅর্থ সম্পাদক রিংকু দেব, ক্রীড়া সম্পাদক ফাহিম আহমদ, শিক্ষা সম্পাদক সুমন বৈদ্য, সম্মানিত সদস্য সুমেন মিয়া, রূপক রাজ বৈদ্য,সাগর দেব,জান্নাতুল হক নাঈম, রিয়াদ হোসেন, আক্তার হোসেন, সাদিকুর রহমান, রিমন আহমেদ, প্রান্ত দাস, রঞ্জিত সরকার, রাজু আহমদ, আবুল হাসান,এমদাদুল হক,রূপক দাস, সুজন দেব, উত্তম বৈদ্য,নকুল বৈদ্য, লিটন সরকার, আব্দুর রহিম, রুহুল ইসলাম ও কাওসার আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ