ফুটবল ফেডারেশন দুই নম্বরি যদি না করতো, তাহলে বিশ্বকাপে খেলতাম- জগন্নাথপুরে ব্যারিস্টার সুমন

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৩

ফুটবল ফেডারেশন দুই নম্বরি যদি না করতো, তাহলে বিশ্বকাপে খেলতাম- জগন্নাথপুরে ব্যারিস্টার সুমন

 

বিশেষ প্রতিনিধিঃ

আমাদের ফুটবল ফেডারেশন যদি দুই নম্বরি না করতো তবে বহু আগেই আমরা বিশ্বকাপে খেলতাম।

আমাদের দম আছে বলেই সিলেটের ৪টা প্লেয়ার জাতীয় দলে খেলে।

আমি অনেক কষ্ট করে লেখা পড়া শিখেছি ব্যারিস্টার হয়েছি। কতশত দূর্নিতীবাজকে আঙ্গুল যে দিয়েছি এর সীমা নাই।

নাইজেরিয়ার যেমন বল দেখলে লাথ মারতে ইচ্ছা করে! ঠিক তেমনি দূর্নিতীবাজ দেখলে আমার মামলা করতে ইচ্ছা করে।

রাণীগঞ্জ সেতু প্রসঙ্গে তিনি বলেন।  মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাহেব যে পরিমান কাজ করেছেন এই এলাকায় তাকে সারাজীবন সম্মান করে যাওয়া লাগবে। এই বয়সে তিনি যে অসম্ভব কাজগুলো সম্ভব করছেন সত্যি সেটা প্রশংসারা দাবি রাখে। জগন্নাথপুর বাসীর উদ্দেশ্য তিনি বলেন আপনাদের ভাগ্য ভালো মান্নান সাহেবের মতো একজন উন্নয়ন প্রেমী মানুষ  পেয়েছেন। যদি আমাদের ভাগ্য আপনাদের মতো  হতো তবে আমরা উন্নয়নে লাল হয়ে যেতাম।

আমি শুধু খেলার জন্য এখানে আসিনি আমি এসেছি এটা বলতে যে (পড়ালেখা ছাড়া আমরার বিকল্প নাইরে ভাইয়াইন) তোমরা পড়ালেখা করো। শাহজালাল ইয়ামনী যেভাবে নেতৃত্ব দিয়েছেন আমরাও এভাবে সারা বিশ্বে নেতৃত্ব দেবো।

সামনে ২০২৩’ সালে আমাদের অনেক বিপদ আছে আপনারা সচেতন থাকবেন খরচ বাড়বে, ইউক্রেন যুদ্ধের কারণে পরিস্থিতি খারাপ হতে পারে।

শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে পাকিস্তানও দেউলিয়া হওয়ার পথে। এদিকে আমাদের সচেতন থাকতে হবে।

আপনারা মানেন আর না মানেন আজকের এই খেলার মাধ্যমে জগন্নাথপুর উপজেলার মানুষের সাথে আমাদের আত্মীয়তার বন্ধন তৈরি হলো।

আজ ১১ ফেব্রুয়ারী রোজ  শনিবার জগন্নাথপুর পৌর শহরের  হবিবপুর কৈয়াটেকী মাঠে হবিবপুর গ্রামের সাবেক কৃতি ফুটবলার বিশিষ্ট সমাজ সেবক আবিবুল বারী আয়হান কর্তৃক আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে তিনি এসব কথা বলেন।

খেলায় আয়হান একাদশ, হবিবপুর, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে ২-০ গোলে পরাজিত করে জয় লাভ করে।

এসময় আয়োজক আবিবুল বারী আয়হান, জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান, জগন্নাথপুর পৌরসভার

৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলাল হোসেন, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল হক শফিক, এলাকার বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা ১০ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ