প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
নিজেদের ভেন্যুতে প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করে ভাল করতে না পারায় রংপুরের কাছে হারল সিলেট টিম। পাওয়ারপ্লেতেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় মাশরাফি বিন মর্তুজার সিলেট। রংপুরের বোলাররা শুরু থেকেই ভাল দাপটে বোলিং করেন।
খেলার শুরুতেই টম মোরেসকে ২ রানে ফিরিয়ে দেন আজমতউল্লাহ ওমরজাই। এরপর নাজমুল শান্তকে ৯ রানে ফেরান শেখ মেহেদী। ২ উইকেট হারিয়ে সিলেটের রান দাঁড়ায় ৩ ওভারে ১২ রান। চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমারজাইয়ের তোপের মুখে পড়ে টেবিল টপাররা। পরপর দুই বলে মুশফিকুর রহিম ও তৌহিদ হৃদয়কে ফেরান।
পরের ওভারে জাকির হাসানকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন শেখ মেহেদী। ১৬ রানে ৫ উইকেট নিয়ে পাওয়ার প্লে শেষ করে মাশরাফি বিন মুর্তজার দল সিলেট। পরে মাশরাফি এবং তানজিম হাসান সাকিবের দুর্দান্ত ছক্কায় বড় রান সংগ্রহ করতে চাইলে হাসান মাহমুদের বলে আউট হন মাশরাফি বিন মতুর্জা তার সংগ্রহ ছিল ২১ বলে ২১ রান যার মধ্যে ছিল ২ টি ছক্কার মার এবং তানজিম হাসান সাকিব করেন ৩৬ বলে ৪১ রান ২ ছয় ও ৫ টি চারে সাজানো ছিল তার ইনিংস।
আমির করেন ৯ বলে ৩ রান এবং রেজাউর রহমান রাজা করেন ৮ বলে ৩ রান। যার ফলে তানজিমের দুর্দান্ত ইনিংসের সুবাদে সিলেটের মোট সংগ্রহ দাঁড়ায় ২০ ওভার শেষে ৯২ রান ৯ উইকেটের বিনিময়ে। রংপুরের হয়ে মেহেদি হাসান ২ , আজমাত উল্লাহ ৩, হারিছ রউফ ১, হাসান মাহমুদ ৩ উইকেট শিকার করেন।
রংপুর রাইডার্স ব্যাটিংয়ে ২৭ রান যোগ করতেই ১ম উইকেট হারান মোহাম্মদ নাঈম করেন ২১ বলে ১৮ রান তার উইকেট তোলে নেন রেজাউর রহমান রেজা। ৪৪ রানের মাথায় রংপুরের দ্বিতীয় ও তৃতীয় উইকেটের পতন ঘটে মেহেদি হাসান ও শোয়েব মালিকের উইকেট তোলে নেন মাশরাফি বিন মুর্তজা মেহেদি হাসান করেন ১২ বলে ৮ রান, শোয়েব মালিক ১ বলে ০ রান করে সাজঘরে ফিরেন।
রংপুরের চতুর্থ উইকেটের পতন ঘটে ৬৬ রানে আজমাত উল্লাহ ওমর জাই করেন ৯ বলে ৪ রান তার উইকেট নেন মোহাম্মদ আমির। তারপর আর কোন বোলার থামাতে পারেন নি রনি তালুকদারের রানের ফুল ঝুড়ি। রনি তালুকদার করেন ৩৮ বলে ৪১ রান এবং মোহাম্মদ নেওয়াজ করেন ১৩ বলে ১৮ রান।
ফলে সহজ ভাবে জয় তোলে নেন রংপুর রাইডার্স। ২৬ বল এবং ছয় উইকেট হাতে রেখে রংপুর রাইডার্স সহজ জয় তোলে নেন। সিলেটের হয়ে ২ উইকেট নেন মাশরাফি বিন মুর্তজা, ১ টি করে উইকেট নেন মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রেজা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest