প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সহ ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি ভাবে সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ” ৫৬৪ টি মডেল মসজিদ মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন ” শীর্ষক প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন উপলক্ষে ধর্ম মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তরের আয়োজনে ১৬ ই জানুয়ারী রোজ সোমবার সকালে ঢাকা শহরস্থ ওসমানী মিলনায়তনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে দ্বিতীয় পর্যায়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সহ ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শুভ উদ্বোধন করেছেন।
বায়তুল মোকাররম জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ ক্বারী মোঃ হাবিবুর রহমান এর কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান।
বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমীন।
জগন্নাথপুর উপজেলা গণপূর্ত অধিদপ্তর, ইসলামিক ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ এর হলরুমে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর ও শান্তিগঞ্জ সার্কেল শুভাশীষ ধর, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুত্র ধর, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাইয়ূম, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোখলেছুর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল কাইয়ূম, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম বকুল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আবুল হাসান, আশারকান্দী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আইয়ুব খান, পাইলগাঁও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মখলিছ মিয়া, জগন্নাথপুর উপজেলা পরিষদ জামে মসজিদ এর ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি শংকর রায়, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া, জগন্নাথপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার হাফিজ মুজিবুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান, সাবেক প্রচার সম্পাদক হাজী মোঃ আব্দুল জব্বার, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মোঃ আব্দুল মুকিত ও সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
পরে নবনির্মিত মডেল মসজিদে দোয়া পরিচালনা করেন নবনিযুক্ত ইমাম মাওলানা মোঃ জুবায়ের আহমদ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest