প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। রোববার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে রিয়ালকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা।
রবার্ট লেভানডফস্কি ও গাভির গোলে প্রথমার্ধে ২ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধেও সেই দাপুটে ধারা বজায় রাখে। যদিও শেষ মুহূর্তে গোল পায় রিয়াল মাদ্রিদের করিম বেনজামা।
খেলার ৩৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সেলোনা। রবার্ট লেভানডোফস্কির বাড়িয়ে দেওয়া শটে থেকে গোল করেন গাভি। আর প্রথমার্ধের শেষ মুহূর্তে গাভির সহায়তায় গোল করেন লেভানডোফস্কি। এতে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা।
বিরতির পরও নিজেদের দাপট বজায় রাখে বার্সা। পরে ৬৯ মিনিটে বার্সার তৃতীয় গোলটি করেন পেদ্রি। আর এ গোলে বার্সার জয় তখনই নিশ্চিত হয়ে যায়। পরে খেলার নির্ধারিত সময়ের পর ইঞ্জুরি টাইমের তৃতীয় মিনিটে গোল করেন করিম বেনজেমা। তবে তার দেওয়া সেই গোল শুধুই রিয়ালের হারের ব্যবধানই কমিয়েছে।
US BANGLA BARTA is proudly powered by WordPress