বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সুনামগঞ্জ মুক্ত দিবস উদযাপন

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সুনামগঞ্জ মুক্ত দিবস উদযাপন

হুমায়ূন কবীর ফরীদি ##

সুনামগঞ্জ মুক্ত দিবস উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন, র‌্যালী, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯৭১ সালের ৬ ই ডিসেম্বর পাকবাহিনীর কবল থেকে সুনামগঞ্জ মুক্ত হয়েছিল। এই দিবসটি উদযাপন উপলক্ষে  সুনামগঞ্জ জেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে দিবসের শুরুতে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৬ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার সুনামগঞ্জ মুক্ত দিবস এর শুভ সূচনা করা হয়। এরপর সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষ্যে এক বিশাল  বর্ণাঢ্য র‌্যালী সুনামগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযথ মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে  জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা  পুলিশ সুপার  মোহাম্মদ এহ্‌সান শাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,  বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী,জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,যুগ্ম সাধারন সম্পাদক হায়দার চৌধুরী লিটন,সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ ও সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম প্রমুখ।

বর্ণীত কর্মসূচী সমূহে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা হতে আগত বীরপ্রতীক,  বীর মুক্তিযোদ্ধা,  শহীদ পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি বৃন্দ, সুধীবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সর্বস্তরের জনগণ, প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ