প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২
কুলেন্দ শেখর দাস, বিশেষ প্রতিনিধিঃ
গ্রাম পুলিশদের চাকুরী জাতীয়করণের দাবীতে সুনামগঞ্জে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ ও ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা রক্ষাকারী গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণের দাবীতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ৩০ শে অক্টোবর সুনামগঞ্জ জেলা শহরের আদালত এলাকার আইনজীবী সমিতির সামনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অবণী কান্ত দেবনাথ, সাধারণ সম্পাদক আমান উল্লাহ, গ্রাম পুলিশ ইছাক আলী ও আক্কাছ উদ্দিন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী সরকারের আদেশ ও নির্দেশ অনুসারে প্রায় ৭০ প্রকারের কাজ ২৪ ঘন্টায় দায়িত্ব পালন করে আসছে। কিন্তু আমরা শ্রম অনুযায়ী শ্রমের ন্যায্য মূল্য হতে বঞ্চিত। আমাদের দাবি গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণ করতে হবে। অন্যতায় দাবী আদায়ের জন্য আগামীতে কঠোর কর্মসূচী প্রদানের ঘোষনা দেন।

পরে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest