প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২
সিলেট প্রতিনিধিঃ আন্দোলনরত শিক্ষার্থীরা ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে অবরুদ্ধ করে রেখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে। তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশেষ বাহিনী ‘ক্রাইসিস রেসপন্স টিম’ (সিআরটি)।

রবিবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটাই একাডেমিক কাউন্সিলের মিটিং শেষে রেজিস্ট্রার ভবন থেকে বের হলে উপাচার্যের পিছু নেয় আন্দোলনকারীরা।
এসময় দ্রুত উপাচার্য ওই জায়গা ত্যাগ করে এম এ ওয়াজেদ মিয়া ভবনে এসে আশ্রয় নেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের ভেতরে জোর ডুকতে চাইলে বিশ্ববিদ্যালয়ের গার্ডরা তাদের বের করে দেন।
উপাচার্যের নিরাপত্তার জন্য এই ভবনের সবগুলো গেইটের তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা ভবনের বাইরে বের হওয়ার সব গেইটে তালা লাগিয়ে দিয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা গেইটের বাইরে অবস্থান করছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest