বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর বনভোজন সম্পন্ন

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২

বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর বনভোজন সম্পন্ন

ইউএস বাংলা বার্তা প্রতিনিধি ঃ

গত ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) আয়োজন করে এক মনমুগ্ধকর বনভোজন ।

কানেকটিকাটের মেনচেষ্টার শহরের নর্থওয়েষ্ট পার্কে অনুষ্টিত হয় এ অনুষ্ঠানটি।কানেকটিকাটের ভিবিন্ন শহর থেকে আগত বাংলাদেশীদের পদচারনায় মুখরিত ছিল সম্পুর্ণ পার্কটি।
অনুষ্টানঠির আহবায়কের দায়িত্ব পালন করেন বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব আহমেদ জিলু এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আজাদ।
অনুষ্টানে আমন্ত্রিত অতিথী হিসাবে উপস্তিত ছিলেন মেনচেষ্ট সিটির মেয়র জে মরান, উপস্তিত ছিলেন কানেকটিকাটের ইতিহাসে প্রথম বাংলাদেশী স্টেট সেনেটর প্রার্থী এম ডি রহমান অপু, বাকের বর্তমান উপদেষ্টা ড. সাইদুর রহমান, মইনুল হক চৌধুরী হেলাল, ড. বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট(বাক) এর বনভোজন সম্পন্ন-শওকত এ খান, ডেভিড স্বপন রজারিও, কলিন্স বাপ্পি বৈদ্য,বেলায়েত হোসেন, বারের সাবেক সভাপতি ড. তামিম আহমেদ, মশিউর রহমান কামাল, বারের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আজিজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানেকটিকাটের সভাপতি  তৌফিকুল আম্বিয়া টিপু, বাংলাদেশ আওয়ামীলীগ কানেকটিকাটের সভাপতি জিহাদুল হক জিহাদ, বীর মুক্তিযাদ্ধা এলডার মাইকেল শাহ, সহ কানেকটিকাটের অনেক নেতৃবৃন্দ।
মেনচেষ্টার মেয়র তার বক্তব্যে বাংলাদেশীদের এত বড় অনুষ্টানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেছেন এবং বাকের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান।এ দিকে আগামী নভেম্বরের নির্বাচনে কানেকটিকাট স্টেট সিনেটর প্রার্থী জনাব এম ডি রহমান অপু তার বক্তব্যে বাংলাদেশী সহ সবার সহযোগিতা কামনা করেন। বাকের সভাপতি জনাব নুরুল আলম তার বক্তব্যে সবাইকে বনভোজনে অংশ গ্রহন করার জন্য ধন্যবাদ জানান। 
ফ্রী খাবার সহ অনুষ্টানে ছোট বড় সবার জন্য ছিল বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন, ছিল রেফেল ড্র। রেফেল ড্র এর প্রথম পুরষ্কার ছিল বাকের পক্ষ থেকে নিউ ইয়র্ক ঢাকা বিমান টিকেট, ২য় পুরষ্কার ছিল লেপটপ সৌজন্যে দেওয়ান মহি উদ্দিন (সহ সভাপতি পদপ্রার্থী, বাংলাদেশ সোসাইটি), ৩য় পুরষ্কার ছিল ৫০ ইন্চি স্মার্ট টিভি সৌজন্যে  আনোয়ার হোসেন হিমু (একজিকিউটিব রিয়েল ইস্টেট)।
সন্ধ্যা পর্যন্ত অুনষ্টানটি চলে।দর্শক মাতানো গান পরিবেশন করেন নিউ ইয়র্ক থেকে  আগত শিল্পী চন্দন চৌধুরী। তার সাথে গানে গানে দর্শকও কণ্ঠ মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ