নিজস্ব প্রতিনিদিঃ
গত ১৮ই আগস্ট ২০২২ রোজ বৃহস্পতিবার বেলা ১টায় মেরিল্যান্ড বি এন পি’র তত্বাবধানে ইউ এস ডিপাটমেনট অব স্টেট এর সমুখে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয় । উক্ত মানববন্দনে মেরিল্যান্ড , ভার্জিনিয়া , ওয়াশিংটন ডিসি , পেনসিভেনিয়া, কানেকটিকাট, নিউ জাসি’( দক্ষিন) নিঊ জাসি’ (উত্তর ) ও বোস্টন এর Bangladeshi Americans concern Citizens উপস্হিত ছিলেন।

উক্ত মানববন্দনে নেএীবৃনদ গন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা সেবার জন্য বিদেশে পাঠানো এবং বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্হিতি ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বক্তৃব্য রাখেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট কানেকটিকাট, বোস্টন, নিউজার্সি উত্তর, নিউজার্সি দক্ষিণ এর নেতৃবৃন্দ সহ পেনসিলভেনিয়ার প্রায় শতাদিক নেতৃবৃন্দ মানব্বন্ধনে অংশগ্রহণ করেন। তীব্র তাপদাহ উপেক্ষা করে মানব্বন্ধনে মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসির শতাধিক বাংলাদেশি আমেরিকান জড়ো হয়ে, we want justice, we want democracy, restore democracy in Bangladesh, free mother of democracy, take back Bangladesh, Tareq Rahman এই শ্লোগানে মুখরিত করে স্টেট ডিপার্টমেন্টের আশপাশ।

মানব্বন্ধনে মেরিল্যান্ড বিএনপির আহব্বায়ক ও মানববন্ধন কমিটির সভাপতি জনাব সাহিদ খান চৌধুরী তার বক্তব্য বলেন এই সরকার অন্যায় ভাবে বেগম খালেদা জিয়াকে শাস্তি দিচ্ছে, তাকে সু চিকিৎসার জন্য অতি দ্রুত বিদেশে পাঠানো এবং নিঃশর্ত মুক্তি ও জাতিসংঘ সনদ মেনে সুচিৎসা দেওয়া ও মানবাধিকার লঙ্ঘনকারী পুলিশের আইজিপি বেনজীর কে ভিসা না দেয়ার জন্য বাইডেন প্রশাসনকে অনুরোধ করেন। তিনি আরো উল্লেখ করেন দুর্নীতি, টাকা পাচার ও লুটপাটের কারণে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। আর গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান। সদস্য সচিব সেলিম এম হোসেনের পরিচালনায় এ সময়ে আরো উপস্থিত ছিলেন মেরিল্যান্ড বিএনপি’র কবিরুল ইসলাম, খাজা মোহম্মদ কাজল,আলবাব হোসেন সোহাগ, মিজানুর রহমান, হাসান চৌধুরী, মোহম্মদ শামিম , ঈমাম এইচ খান, জাহাংগীর কবির বাবলু,বাবুল চৌধুরী , মামুন মোতালিব ,হাজী মাহমুদ রায়হান, আশরাফুর রহমান, মোস্তাক আহমেদ, ওসমান চৌধুরী ,মোহম্মদ ফারুক, তানভীর হাসান, আলতাফ হোসেন, মো; সারোয়ার মিয়া, মোহম্মদ মাইনুল ইসলাম,মোহম্মদ ওমর ফারুক , সুমন চৌধুরী , মোহম্মদ রাসেল, দিদার আলম, সালাউদ্দিন রাজু,, জাহাংগীর আলম, আবুল খায়ের, মোহম্মদ রুবেল, মো: হাফিজ,নূরুল হুদা , সাদেক আহমেদ, মোহম্মদ আলী, মোহম্মদ হেলাল, বিপ্লবী জননেতা মামুনুর রশিদ মোহন সহ আরো অনেকে ।
পেনসেলভেনিয়া বি এন পি থেকে জনাব এস এম জে কে শাহ্ ফরিদ,কামাল উদ্দিন ভুট্টো , নুর উদ্দিন নাহিদ ,মাহাবুব আলম, শহীদুল ইসলাম,এম জে আলম, জাহাগীর আলম,জেন আলম, আলাউদ্দিন পাটোয়ারী,হাজী ইদ্রিস আলী, জসিম ঊদ্দিন ,ইকবাল বাহার, সুলতান আহমেদ , মামুন সিসকো,নুরুল আলম, মোহম্মদ কানা,তানভীর সায়েম , জিল্লুর রহমান,নাসির উদ্দিন ওহাব, শরীফ উদ্দিন খান ,মোহম্মদ জাহাংগীর , আব্দুর সাকুর,মোহম্মদ হাফিজ, মোহম্মদ মিজান,মোহম্মদ হোসেন , পাননু হাওলাদার,নুরুল ইসলাম, জুলফিকার রাশেদ,মোহম্মদ আলাউদ্দিন , সারোয়ার আলম,হাজী মো: বাবু,জাহাংগীর আলম, হাজী ইউনুস,আবুল কাশেম, মুসফিকুর রহমান,সালেকুর রহমান, ফকরুল ইসলাম,সালিম উসমান, মো: বজলুর রহমান,সিকান্দার আবুল হোসেন ,সালেহ উদ্দিন সাকিব, এস এম সাহাদত হোসেন মিলন !
“ভার্জিনিয়া” বিএনপি থেকে উপস্থিত ছিলেন জনাব,জহির খান, তোফায়েল আহমেদ, , মহিউদ্দিন জাহাংগীর, নিজাম আহমেদ, মো: কাইয়ুম চৌধুরী ,মোহম্মদ নায়েম , মোহম্মদ খালেদ, মাহফুজ মোল্লা ,মোহম্মদ আলী জিন্নাহ ,মোহম্মদ রফিক ঊদ্দিন , মোহম্মদ রবিন,রাসেল বিশ্বাস , জাহিদ চৌধুরী ,মো: সায়েদ ইসলাম ,মোহম্মদ জামান,মো: ইমতিয়াজ ঊদ্দিন এবং একমাএ উদিয়মান বলিষ্ঠ কণ্ঠ কামরুন কনা ।
ওয়াশিংটন ডিসি বিএনপি থেকে উপস্থিত ছিলেন হাফিজ খান ,শাহাদাত সোহরাওয়ার্দী, কাজী এম রহমান, মোশাররফ হোসেন, জাহিদ খান, তৌহিদুল তুহিন, সৈয়দ পরশ, আনসারি পল্লব সহ আরো অনেকে।
মানব্বন্ধনে বিভিন্ন স্টেটের দায়িত্বশীল নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন তৌফিক আম্বিয়া টিপু ও আনোয়ার হোসেন হিমু (কানেকটিকাট), সৈয়দ জোবায়ের আলী ও মোঃ হোসেন পাঠান বাচ্চু (নিউজার্সি দক্ষিণ), সোহরাব খান (বোস্টন), সৈয়দ কাওসার শাহিন ও মোঃ রহমান বাবু (নিউজার্সি সাউথ), শাহ্ ফরিদ(পেন্সিলভেনিয়া) জহির খান (ভাজিনিয়া ) ও হাফিজ খান (ওয়াশিংটন ডিসি)বক্তারা সবাই বলেন খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী।অথচ তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না, অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাইডেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। দীর্ঘ তিন ঘন্টা মানব্বন্ধনে শেষে সবাইকে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করেন মেরিল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ।