কানেকটিকাটে হামলার শিকার দিদারের বাসায় স্টেট সিনেটর জর্জ চাবরেরা

প্রকাশিত: ৩:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২২

কানেকটিকাটে হামলার শিকার দিদারের বাসায় স্টেট সিনেটর জর্জ চাবরেরা
নিজস্ব সংবাদদাতা :
গত ২১শে জুলাই ২০২২ বৃহস্পতিবার হেমডেন নিবাসী জনাব দিদারুল আলমের উপড় হামলা ও গাড়ী ছিনতাই এর ঘটনায় বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট বাক কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও কমিউনিটির নেতারা  হেমডেন সিটির মাননীয় মেয়র Lauren Garrett এর সাথে এক সৌজন্যে স্বাক্ষ্যতের পর আজ ১৯শে আগষ্ট ঐ এলাকার স্টেট সেনেটর Gorge Cabrera চিনতাই ও হামলার শিকার দিদারুল আলম দিদারের বাসায় সৌজন্য সাক্ষাত করেন। সাথে ছিলেন কমিউনিটির কিছু নেতৃবৃন্দ।
হামলার ঘটনায় সেনেটর Gorge Cabrera দুঃখ প্রকাশ করেন এবং হেমডেন এলাকায় বসবাসরত বাংলাদেশি সহ সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।
সেনেটর জানান, হেমডেন পুলিশ সুপারের সাথে উনার কথা হয়েছে, পুলিশ সুপার জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থার আর জোরদার করা হয়েছে এবং আগামীতে আরো জোরদার করা হবে। সেনেটার আরো জানান হেমডেন পুলিশ এ ঘটনার আসামীকে সনাক্ত করতে সক্ষম হয়েছেন এবং তাদেরকে খুঁজছে, অচিরেই তারা আসামীকে ধরতে সক্ষম হবে।
সিনেটর জনাব দিদারের পরিবারের খোঁজ খবর নেন এবং আশ্বাস দেন, জনাব দিদার আলমকে স্টেট থেকে যা যা সাহায্য সহযোগিতা করা দরকার তা তিনি এবং তার অফিস সহযোগিতা করবে।
এ সময় উপস্থিত ছিলেন বাক এর সভাপতি নুরুল আলম নুরু, কমিউনিটির নেতা আনোয়ার মাহমুদ,  বাকের সাবেক সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানেকটিকাটের সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু।
জনাব দিদার কমিউনিটির সবাইকে উনার জন্য দোয়া করার  অনুরোধ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ