জগন্নাথপুরে যক্ষা নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টেশন সভা

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২

জগন্নাথপুরে যক্ষা নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টেশন সভা

 

স্টাফ রিপোর্টারঃঃ

এনজিও সংস্থা ব্র্যাক জগন্নাথপুর শাখার আয়োজনে যক্ষা নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

” যক্ষা রোগ সম্পর্কে সচেতন হোন,যক্ষা প্রতিরোধে এগিয়ে আসুন ” এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এনজিও সংস্থা ব্র্যাক জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে ১৪ ই আগষ্ট  রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা সদরস্থ কামাল কমিউনিটি সেন্টারে অবস্থিত ব্র্যাক অফিসে বিশিষ্ট রাজনীতিবিদ আবু হুরায়রা ছাদ মাষ্টার এর সভাপতিত্বে যক্ষা নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন,ব্র্যাক সুনামগঞ্জ জেলা শাখার ম্যানেজার সাইদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর যক্ষা নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাঃ আবু সাঈদ মিঞা, মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) দেলোয়ার হোসেন, শিক্ষক রুপক কান্তি দে, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রনব গোস্বামী, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি  সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, প্রনব দাস, আব্দুল খালিক, আব্দুস ছত্তার, দীনেশ বৈদ্য ও মহাদেব ভট্টাচার্য   প্রমূখ।

এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ