তাহিরপুরে উপবৃত্তির টাকা পায়নি ২৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২২

তাহিরপুরে উপবৃত্তির টাকা পায়নি ২৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী

 

 মোঃ মুকিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যায় বিদ্যালয়গুলো পানিতে তলিয়ে যাওয়ায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিছিন্ন থাকার কারনে সাধেরখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিপুর, আমতৈল, মাহারাম, হাপানিয়া, মাটিকাটা, অলিপুর, কড়ইগড়া, মনভোজ, জঙ্গলবাড়ি, শিবরামপুর, লালঘাট, সোনাপুর কামনাপাড়া, লাকমা, বাঁশতলা, কলাগাঁও, তিলগাঁও, নয়াবন্দর,মন্দিয়াতা, দুধের আউটা,বীরেন্দ্রনগর, টেকেরঘাট, তাহিরপুর মডেল ও ইউনুছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ হাজার শিক্ষার্থী উপবৃত্তির টাকা পায়নি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ২০২১ সালের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জুলাই-ডিসেম্বর মাসের উপবৃত্তির চাহিদা ১০ জুলাই ২০২২ ইং তারিখের মধ্যে পাঠানোর নির্দেশনা ছিল।  উপজেলার ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৮টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ৬ মাসের উপবৃত্তির টাকা পেলেও ২৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ৪ হাজার শিক্ষার্থী এখন পর্যন্ত উপবৃত্তির টাকা পায়নি। উপবৃত্তির টাকা না পাওয়া ২৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, তারা ছাত্র ছাত্রীদের নামের তালিকা তৈরী করে সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসারের নিকট জমা দিয়েছেন বলে জানান। জমাকৃত নামের তালিকা ক্লাস্টার অফিসার অনুমোদনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিবেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নামের তালিকা যাচাই বাচাই করে সংশ্লিষ্ট সার্ভারে জমা দিবেন। কোন কোন বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন বন্যার সময় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিছিন্ন থাকার কারনে ছাত্র ছাত্রীদের নামের তালিকা প্রস্তুত করতে পারেন নাই।

জানাযায়, সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় বিদ্যালয়গুলো পানির নীচে তলিয়ে যাওয়ায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিছিন্ন থাকার কারনে অধিকাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ছাত্র ছাত্রীদের উপবৃৃত্তির নামের চাহিদা পাঠাতে পারেনি। যে বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা উপবৃত্তির টাকা পেয়েছেন তাদের উপবৃত্তির নামের চাহিদা নির্ধারিত সময়ের আগেই চাহিদাপত্র পাঠানো হয়েছিল। তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজু মিয়া বলেন, তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নামের তালিকা সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসারের নিকট জমা দিয়েছেন। ক্লাস্টার অফিসার নামের তালিকা যথাযত অনুমোদনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে জমা না দেওয়ায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হয়েছে।

তাহিরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ কামরুজ্জামান বলেন, উপজেলার যে সকল বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা উপবৃত্তির টাকা পায়নি সে সকল বিদ্যালয়গুলো আবারও নামের তালিকা প্রস্তুত করে চাহিদা পাঠাতে হবে। সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহমান বলেন, তাহিরপুর উপজেলার ২৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ হাজার ছাত্র ছাত্রী উপবৃত্তির টাকা পায়নি সে বিষয়টি আমাকে অবহিত করা হয়নি। তিনি আরো বলেন,  উপজেলা শিক্ষা অফিস থেকে আমাকে লিখিত ভাবে অবহিত করা হলে আমি বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন বলে জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ