প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২২
মুকিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিলেট-সুনামগঞ্জ রুটে বিআরটিসির বাস চলাচল বন্ধের দাবীতে ১৩ আগষ্ট শনিবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
পরিবহন মালিক শ্রমিকরা জানান, সিলেট-সুনামগঞ্জ রুটে বেসরকারি মালিকানাধীন উন্নত মানের বাস সার্ভিস চালু আছে। এ লাইনে যাত্রীর চেয়ে গাড়ির সংখ্যা অনেক বেশি। তাই পরিবহনের শ্রমিক মালিকরা কোনো রকমে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি বিআরটিসি বাস চলাচল করায় মালিক শ্রমিকরা আরও ক্ষতির মুখে পড়েছেন। বিআরটিসি বাস সিলেট-সুনামগঞ্জ রুটে চলাচল করলে শ্রমিক ও মালিকরা আরও বেশি ক্ষতির মুখে পড়বেন। তাই বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে ১৩ আগস্ট থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, এ রুটে বেসরকারি মালিকানাধীন বাস চালিয়ে কোনোমতে টিকে আছি। বিআরটিসি বাস চলাচল করলে জেলার পরিবহন শ্রমিক, মালিক সবাই ক্ষতিগ্রস্ত হবে। সিলেট-সুনামগঞ্জ রুটে বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবীতে মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের দাবী আদায়ের লক্ষে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest