বিএমএসএস এর মহাসচিব অনু’র উপর আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সিলেটে মানববন্ধন

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২২

বিএমএসএস এর মহাসচিব অনু’র উপর আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সিলেটে মানববন্ধন

 

ছবিঃ সংগৃহীত

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও লালমনিরহাট রিপোর্টাস ইউনিটির যুগ্ন সাধারণ সম্পাদক নুর আলমাগীর অনু’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে ৬ আগষ্ট সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পালিত হয়েছে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা।

প্রতিবাদ সভায় বক্তারা বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যুগ্ম মহাসচিব নুর আলমগীর অনু’র বিরুদ্ধে সাজানো হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদ জানান এবং অবিলম্বে নিঃশর্তে মুক্তি চান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিয়াজ রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব তোফায়েল আহমদ এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়ার যৌথ পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর রাজীব রাজু, কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক মোহন আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান লস্কর, সহকারী সম্পাদক নিজাম উদ্দিন, সিলেট বিভাগীয় কমিটির সদস্য ফয়ছল কাদির, নাজমা খান আরজু, ইউসুফ আলী, জাহেদ আহমদ, শাহাবুদ্দিন প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ