নিজস্ব প্রতিনিধিঃ
নিউইয়র্ক সিটির ব্রন্সে সুনামগন্জ জেলা সমিতি ইউ এস এ ইনকের আয়োজনে অনুষ্ঠিত হলো র্বাষিক বনভোজন। নিউ ইয়র্ক, কানেকটিকাট এবং নিউ জার্সি স্টেটের সকল সুনামগন্জবাসীর এ মিলনমেলায় অংশ নেন সব শ্রেণি ও পেশাজীব মানুষ। গতকাল ১৭ই জুলাই এ বার্ষিক বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয়। বনভোজনে দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিল আকর্ষনীয় পুরস্কার সহ বাংলাদেশে সুনামগন্জ সহ বৃহত্তর সিলেটের সকল বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহের জন্য রেফেল ড্র।খাওয়া দাওয়া, আনন্দ সহ কোনটিরই কমতি ছিল না এ অনুষ্টানে।
এই আয়োজনের আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারি ছিলেন সংগঠনের সহ-সভাপতি মানিক আহমেদ। আহবায়কের দায়িত্বে ছিলেন শামীম আহমেদ, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোহেল এবং সদস্য সচিবের দায়িত্বে ছিলেন ইমতিয়াজ আহমেদ বেলাল, সদস্য হিসাবে ছিলেন মান্না মুনতাসির, কাজিরুল ইসলাম শিপন এবং ফয়সল আহমেদ।আয়োজক কমিটি , উপদেষ্টা কমিটি এবং কার্যকরী কমিটির সকল সহ অন্য সকলের কর্মনিষ্ঠায় গোটা আয়োজনটি পরিপূর্ণতা পায়।

বনভোজনের এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কের সর্ব বৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়েশনির নব নির্বাচিত সভাপতি বদরুল খান, বিশেষ অতিথি ছিলেন সাহেদ আহমদ বাংলাদেশ সোসাইটি অব ব্রন্স, সুনামগন্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমান, লোকমান হোসেন লুকু নবনির্বাচিত সহ-সভাপতি জালালাবাদ এসোসিয়েশন, কফিল চৌধুরী সহ-সভাপতি ব্যান্ডস, আব্দুল আলীম নবনির্বাচিত কোষাধ্যক্ষ জালালাবাদ এসোসিয়েশন, এম এ খালেক সভাপতি ছাতক সমিতি, নুরুল ইসলাম সাধারণ সম্পাদক রূপসী চাঁদপুর সমিতি,জামাল হোসাইন সভাপতি নবীগঞ্জ উপজেলা ওয়েল ফেয়ার সমিতি, মোঃ সামাদ মিয়া সভাপতি বাংলাদেশ সোসাইটি অব ব্রন্স, বিলাল ইসলাম সহ-সভাপতি, সুমন চৌধুরী সহ-সাধারণ সম্পাদক বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন।

উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা ছদরুন নুর,উপদেষ্টা জনাব ইকবাল আহমেদ মাহবুব, উপদেষ্টা তোফায়েল চৌধুরী এবং উপদেষ্টা মাওলানা আবুল কাশেম এহিয়া সহ উপস্হিত ছিলেন শাহনেওয়াজ কোরেশী, মোঃ বশির মিয়া, ইকবাল হোসেন, মোঃ আলী মিলন, ইমরান আলী টিপু, গোলাম মোহিত, দিলওয়ার হোসেন, রুবেল আহমেদ, জামাল আহমেদ, নাসির আহমেদ, শাহীন কামালী, লিখন ভুইয়া, এম এ হাসনাত, আলী রাজা, হামজা কোরেশী, হাসান চৌধুরী, ফারজান চৌধুরী প্রমুখ।
বনভোজনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রধান অতিথি জনাব বদরুল খান তার বক্তব্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।সংগঠনের সাধারন সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু তার বক্তব্যে সুনামগন্জবাসী সহ সকল অতিথি, সাংবাদিক এবং স্পন্সরদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। সভাপতি জনাব এস এম জলিল লটারীর পুরষ্কার বিতরনীর পর পর সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্টানটির সমাপ্তি ঘোষনা করেন।