প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২
সাবেক সংসদ সদস্য জগন্নাথপুর এর সন্তান শাহীনুর পাশা চৌধুরীর গ্রাম এর বাড়ীতে কাজ করার সময় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে। এনিয়ে এলাকায় আলোচনার ঝড় বইছে।
স্থানীয় সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী মাঝপাড়া গ্রাম এর বাসিন্দা ( সিলেট শহরে বসবাসরত) জমিয়তে উলামায়ে ইসলাম এর কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক চারদলীয় জোট সরকার এর সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মাওলানা মোঃ শাহীনুর পাশা চৌধুরীর গ্রামের বাড়ীতে নতুন ভবন নির্মাণ এর কাজ চলছে। এই কাজের জন্য কেয়ারটেকার আব্দুল কাইয়ূম অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করছেন।খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ এর লোকজন অভিযান চালিয়ে গত ১১ ই জানুয়ারী রোজ মঙ্গলবার বিকালে এই অবৈধ বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করেছেন।
এবিষয়ে এই গ্রামের বাসিন্দা রাসেল ও কৃষ্ণ
বলেন, গত কয়েক দিন ধরে সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরীর বাড়ীর নির্মাণ কাজ অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ এর মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। মঙ্গলবারে এই অবৈধ বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে। এনিয়ে এলাকায় আলোচনার ঝড় বইছে।
এ ব্যাপারে একান্ত আলাপকালে কেয়ারটেকার আব্দুল কাইয়ূম বলেন, কেয়ারটেকার হিসাবে আমি শাহীনুর পাশা চৌধুরীর ঘর নির্মাণ কাজ তদারকি করছি।ভূল করে বিদ্যুৎ এর লাইন এনে মোটরে সংযোগ দিয়ে কাজ শুরু করেছিলাম।সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা বৃন্দ অভিযান চালিয়ে সংযোগ বিছিন্ন করা হয়েছে।
এবিষয়ে জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল বলেন, এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে শাহীনুর পাশা চৌধুরীর বাড়ীতে অবৈধ বিদ্যুৎ দিয়ে কাজ চলমান অবস্থায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মাওলানা মোঃ শাহীনুর পাশা চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমার গ্রামের বাড়ীতে নতুন ভবন নির্মাণ কাজ চলছে। কাজের দায়িত্বে যারা আছেন তাদেরকে বলেছি সব কিছু আইন মেনে করার জন্য।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest