জগন্নাথপুরে শিশুদের ভিটামিন -এ ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২

জগন্নাথপুরে শিশুদের ভিটামিন -এ ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন

 

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে ৪ দিন ব্যাপী ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করা হয়েছে। ১৫ জুন বুধবার জগন্নাথপুর পৌরসভা হলে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর  উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পৌর কাউন্সিলর কামাল হোসেন, কৃষ্ণ চন্দ্র চন্দ, স্বাস্থ্য সহকারী মো. রায়হান মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জানান, ৪ দিনে উপজেলার ২৭ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ