সুনামগঞ্জে জনশুমারি ও গৃহগণনা ২০২২ ইং এর উদ্বোধনী র‌্যালী

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২

সুনামগঞ্জে জনশুমারি ও গৃহগণনা ২০২২ ইং এর উদ্বোধনী র‌্যালী

 

হুমায়ূন কবীর ফরীদি ##

পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে সুনামগঞ্জে জনশুমারি ও গৃহগণনা ২০২২ ইং উপলক্ষে উদ্বোধনী র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনশুমারি ও গৃহগণনা প্রকল্প, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে ১৫ ই জুন রোজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় জেলা প্রশাসক এর কার্যালয় প্রাঙ্গণে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ ইং এর উদ্বোধনী র‌্যালর অনুষ্ঠিত হয়েছে।

উক্ত র‌্যালীতে সুনামগঞ্জের জেলা প্রশাসক  মোঃ জাহাঙ্গীর হোসেন,  জেলা পরিসংখ্যান অফিস এর উপ-পরিচালক মোঃ কামাল উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন,  সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ১০ বছর পর আজ ১৫ ই জুন থেকে আগামী ২১ জুন পর্যন্ত জনশুমারি পরিচালিত হবে । সঠিক তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগী করার জন্য সকলের প্রতি আহবান করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ