প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২
হুমায়ূন কবীর ফরীদি## জগন্নাথপুর এর শাহজালাল মহাবিদ্যালয়ে ৮ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এর ২ হাজার ৪ শত ৮৭ জন শিক্ষার্থীকে ১৬ ও ১৭ জানুয়ারী দুই দিন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিষেধক টিকা প্রদান করা হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল মহাবিদ্যালয় এর হলরুমে ১৬ ই জানুয়ারী শাহপরান মডেল হাইস্কুল এর ১শত৫৯ জন শিক্ষার্থীকে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত, আটপাড়া উচ্চ বিদ্যালয় এর ৬ শত ৭০ জন শিক্ষার্থীকে দুপুর ১১ টা থেকে বিকাল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত, পাড়ারগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর ৫শত ৬৩ জন শিক্ষার্থীকে ২টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত কোভিড-১৯ টিকা প্রদান করা হবে। একই ভেন্যুতে ১৭ ই জানুয়ারী এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয় এর ৫ শত ৬০ জন শিক্ষার্থীকে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত, হযরত আবু বক্কর সিনিয়র দাখিল মাদ্রাসার ২শত ৫০ জন শিক্ষার্থীকে দুপুর ১২ টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত, জগদীশপুর দাখিল মাদ্রাসার ১শত ১০ জন শিক্ষার্থীকে দুপুর ১ টা ৩০ মিনিট থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত ও হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ৯১ জন শিক্ষার্থীকে ২ টা ৩০ মিনিট থেকে ৩ টা ৩০ মিনিট পর্যন্ত কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।।
এবিষয় এর সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মোখলেছুর রহমান।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest