সুনামগঞ্জ জেলা প্রশাসনের প্রশাসক হলেন নূরুল হুদা মুকুট

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২২

সুনামগঞ্জ জেলা প্রশাসনের প্রশাসক হলেন নূরুল হুদা মুকুট

 

ইউএস বাংলা বার্তা  ডেস্কঃ

সারাদেশে জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট।

২৭ শে এপ্রিল রোজ  বুধবার জেলা পরিষদের প্রশাসকদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পিরষদ আইন, ২০০০ [জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুযায়ী সংশোধিত] এর ধারা ৮২ এর উপ—ধারা (২) অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদে সর্বশেষ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। একইসঙ্গে নতুন জেলা পরিষদের প্রশাসকদের তালিকাও প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ।

এর আগে ২৭ শে এপ্রিল রোজ  বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ