তৌফিকুল আম্বিয়া টিপুঃ
গতকাল ছিল ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ। বাঙালি জাতির জীবনে গৌরবোজ্জ্বল একটি দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ।
সুর্য যেমন পুর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায় সেটা যেমন সত্য, বাংলাদেশের জনপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমানের ডাকে সে দিন যে ভাবে দেশের জনগন সারা দিয়েছিল সেটাও সত্য, তেমনি মার্চের এই দিনে তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্রগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতার ঘোষনা দিয়ে ছিলেন। সেটাও সত্য। আজ আমরা সেই সত্য গুলো অনেকেই স্বিকার করতে ছাই না। যে যার মত করে সে গুলোকে ব্যবহার করছি।
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অংগরাজ্যের আম্রেলা সংগঠন বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর উদ্যোগে গতকাল বাংলাদেশের স্বাধীনতার দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
দুই পর্বে বিভক্ত সভায় সভাপতিত্ব করেন বাকের সভাপতি নুরুল আলম নুরু এবং প্রথম পর্ব পরিচালনা করেন বাকের সাধারন সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী।
অনুষ্টানে প্রধান অতিথী এবং আলোচক হিসাবে উপস্তিত ছিলেন ড. নাকিবউদ্দিন, বিশেষ অতিথী হিসেবে উপস্তিত ছিলেন ড. নিয়ামত এলাহী, ড. গুলশান আরা কাজী এবং কাজী বেলাল শাহজাহান।
অনুষ্টানে আমন্ত্রিত অতিথী হিসাবে উপস্তিত ছিলেন বীর মুক্তিযাদ্ধা এলডার মাইকেল শাহ, মুক্তিযাদ্ধা ডেভিড স্বপন রজারিও, ড. রুনা নাকিব, বাকের বর্তমান উপদেষ্টা মইনুল হক চৌধুরী হেলাল, নাজিম উদ্দিন, জুনায়েদ খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানেকটিকাটের আহবায়ক তৌফিকুল আম্বিয়া টিপু, বাংলাদেশ আওয়ামীলীগ কানেকটিকাটের সভাপতি জিহাদুল হক জিহাদ, বেঙ্গল লায়ন্সের সাধারন সম্পাদক এম এ আজিজ সহ কানেকটিকাটের অনেক নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন, ড. প্রফেসর নাকিবউদ্দিন, ড. নিয়ামত এলাহী, ড. গুলশান আরা কাজী, কাজী বেলাল শাহজাহান, মইনুল হক চৌধুরী হেলাল, নাজিম উদ্দিন, জয়ন্ত নাগ, ডেভিড স্বপন রজারিও , জিহাদুল হক জিহাদ এবং তৌফিকুল আম্বিয়া টিপু প্রমুখ।
সভায় বক্তারা শ্রদ্ধা ভরে স্বরন করেন ৩০ লক্ষ শহীদ এবং মা বোনদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি দেশ একটি পতাকা এবং একটি মানচিত্র।তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বক্তারা দাবী করেন, মুক্তিযাদ্ধাদের মধ্যে যারা এখনো জীবিত আছেন তাদেরকে বেশী বেশী করে আমাদের গৌরব উজ্জল মুক্তিযাদ্ধের সঠিক ইতিহাস ভবিষ্যত প্রজন্মের কাছে তোলে ধরার জন্য।
সভার ২য় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান এবং এ পর্বটি পরিচালনা করেন বাকের সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাব্বির আহমেদ রনি। এতে কবিতা আবৃতি করেন, আশোক ঘোষ, গান পরিবেশন করেন এনজেল ডি কষ্টা, সান্তা নাগ, লিলাক আহমেদ এবং কানাডা থেকে সারা বিল্লাহ।
সভায় আনান্যদের মধ্যে উপস্তিত ছিলেন তারেক আম্বিয়া, এম এ হাসেম, হাবিবুর রহমান, মোঃ রহমান রাজু, ফরিদ চৌধুরী তারেক, মোয়াজ্জেম হোসেন বাবুল, আবুল কালাম আজাদ এবং জাফর আহমেদ সহ অন্যানরা।
সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।