প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য উদ্যোগ নিয়েছে সরকার। নিম্ন আয়ের প্রায় এক কোটি পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এবার পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে আগামীকাল রোববার থেকে।
করোনা পরিস্থিতি ও পবিত্র রমজানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে আগামীকাল রোববার থেকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। আজ শনিবার বিকেলে এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস আহমেদ সৌরভ উপস্থিত ছিলেন।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, ভৈরব উপজেলায় প্রথম ধাপে ২০ থেকে ৩০ মার্চ পর্যন্ত কার্ডধারী প্রতিটি পরিবার ৪৬০ টাকার বিনিময়ে ১১০ টাকা লিটার দরে দুই লিটার করে সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল আর ৫৫ টাকা কেজি দরে দুই কেজি করে চিনি পাবে।
এ বি এম ফজলুর রহমান, পাবনা
পাবনায় জেলায় নয়টি উপজেলায় ও নয়টি পৌরসভায় ২০৫টি পয়েন্টে এক লাখ ৪৫ হাজার ৬৯৭টি ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় করা হবে।
প্রথমধাপে প্রত্যেক কার্ডধারী দুই কেজি মসুরের ডাল, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি কিনতে পারবেন। দ্বিতীয় ধাপে প্রত্যেক কার্ডধারী দুই কেজি মসুরের ডাল, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি, দুই কেজি ছোলা কিনতে পারবেন।
শরীফুল ইসলাম, চাঁদপুর
চাঁদপুরে এক লাখ ৪৫ হাজার ১৪৭টি কার্ডধারী পরিবার পাচ্ছে স্বল্পমূল্যের টিসিবির পণ্য।
আজ সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, চাঁদপুর জেলার আট উপজেলার এক লাখ ২১ হাজার ৭০১ জন এবং জেলার সাতটি পৌরসভার ২৩ হাজার ৪৪৬টি কার্ডধারী পরিবার বাছাই প্রক্রিয়া শেষে স্বল্পমূল্যের টিসিবির পণ্য পাবে।
প্রথম পর্যায়ে পবিত্র রমজান মাসের আগে দুই কেজি ডাল, দুই কেজি চিনি ও দুই লিটার সয়াবিন তেল বিক্রি হবে। এ ছাড়া দ্বিতীয় পর্যায়ে পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে দুই কেজি ডাল, দুই কেজি চিনি ও দুই লিটার সয়াবিন তেল ও দুই কেজি ছোলা বিক্রি হবে।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির লক্ষ্যে নরসিংদীতে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন। আজ দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান জানান, জেলার সব উপজেলায় ২৫ জন ডিলারের মাধ্যমে ১৯টি স্থানে আগামীকাল প্রথম ধাপে ১০ হাজার ৭৯টি উপকারভোগী পরিবারের মধ্যে দুই কেজি চিনি, দুই কেজি ডাল ও দুই লিটার সয়াবিন তেল বিক্রি করা হবে।
জেলা প্রশাসকসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্য কর্মকর্তারা কার্যক্রমটি মনিটরিং করবেন। রমজান মাস শুরুর আগে এবং রমজান মাস চলাকালীন মোট দুই ধাপে জেলায় ৬৮ হাজার ৩৫৩টি উপকারভোগী পরিবারের মধ্যে টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা
সাতক্ষীরায় ৭৩ হাজার ৭৯৭টি পরিবার সাশ্রয়ী মূল্যে টিসিবির ভোগ্যপণ্য কিনতে পারবে। প্রথম পর্যায়ে রোববার থেকে শুরু হওয়া সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১৭ হাজার ১৪৪টি পরিবার টিসিবির এই কার্ড পেয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
আজ শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। তিনি বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসন সম্মিলিতভাবে দুই দফায় টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করবে। প্রতিটি কার্ডের বিপরীতে প্যাকেজ হিসেবে রয়েছে দুই কেজি ডাল, দুই কেজি চিনি, দুই লিটার সয়াবিন তেল। এর বিনিময় মূল্য হবে ৪৬০ টাকা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ৮৪ হাজার ৩৪৭ পরিবারের মধ্যে ন্যায্যমূল্যে পৌঁছে দেওয়া হবে টিসিবির পণ্য। এ বিষয়ে আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসক জানান, আগামীকাল রোববার শহরের টেংকের পাড় মাঠে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করা হবে।
কার্যক্রমের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলায় রোজার আগে এবং রোজার মধ্যবর্তী সময়ে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দেওয়ার কাজ চলবে। এ সময় টিসিবির ডিলারদের মাধ্যমে প্রতি পরিবারকে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও ছোলা দুই জেজি করে ন্যায্যমূল্যে দেওয়া হবে।
নূর আলম, নীলফামারী
নীলফামারীতে এক লাখ ৫৬ হাজার ৪৭১টি পরিবারের কাছে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয় করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার বিকেলে নীলফামারী সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার ছয় উপজেলায় এক লাখ ৪২ হাজার ১৭৮ জন এবং চার পৌরসভায় ১৪ হাজার ২৯৩ জন সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে।
আগামীকাল সকাল ১০টায় জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে আনুষ্ঠানিকভাবে এই বিক্রি কর্মসূচির উদ্বোধন করা হবে। এই পয়েন্টে ৫১২ জন সয়াবিন তেল, চিনি ও ডাল কিনতে পারবেন।
হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম
পবিত্র রমজান উপলক্ষে ভুর্তকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি বিষয়ে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জেলা রেজাউল করিম জানান, রমজান উপলক্ষে কুড়িগ্রাম জেলার ৭৩টি ইউনিয়নে দুই লাখ ৭৭ হাজার ৮০০টি পরিবারে টিসিবির পণ্য বিক্রি করা হবে। বরাদ্দ করা পণ্যগুলো হচ্ছে দুই কেজি চিনি, দুই কেজি মুসুরের ডাল, দুই লিটার সয়াবিন তেল ও দুই কেজি ছোলা। দুই কিস্তিতে এসব পণ্য হতদরিদ্র মানুষদের কাছে বিক্রি করা হবে।
আসাদুর রহমান জয়, নওগাঁ
সরকার ভর্তুকি মূল্যে এ বছর রমজান মাস উপলক্ষে নওগাঁয় এক লাখ ৭৫ হাজার ৫৮৪টি নিম্ন আয়ের কার্ডধারী পরিবারের কাছে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি করবে। আজ শনিবার বিকেলে নওগাঁর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এই তথ্য জানান।
জেলা প্রশাসক জানান, আগামীকাল থেকে টিসিবি পণ্য বিক্রি শুরু হবে। জেলার তিনটি পৌরসভা ও ১১টি উপজেলায় টিসিবির নির্ধারিত ৩১ জন ডিলারের মাধ্যমে এ পণ্য বিক্রি করা হবে। রোজার আগে এবং চলাকালে দুই ধাপে এ পণ্য বিক্রি করা হবে। প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে এবং দ্বিতীয় কিস্তির পণ্য বিক্রি হবে রোজার মাঝামাঝি সময়ে।
টিসিবির পণ্যের মধ্যে রয়েছে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও ছোলা। এর মধ্যে ৫৫ টাকা কেজিতে দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজিতে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা কেজিতে দুই লিটার সয়াবিন তেল ও ৫০ টাকা কেজিতে দুই কেজি ছোলা বিক্রি করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে কার্ডধারীরা না এলে ট্যাগ অফিসারের প্রত্যয়নপত্র নিয়ে ডিলাররা উপস্থিত জনগণের কাছে তা বিক্রি করতে পারবেন।
নাসির আহমেদ, গাজীপুর
গাজীপুরে প্রায় সোয়া দুই লাখ পরিবার ন্যায্য মূল্যে টিসিবির পণ্য পাবে। আগামীকাল প্রথম দিনেই ন্যায্যমূল্যে টিসিবির পণ্য পাবেন ৪০ হাজার পরিবার। আজ শনিবার এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক আনিসুর রহমান।
আজ বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে টিসিবির ডিলারদের সাথে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। তিনি আরও জানান, ন্যায্যমূল্যে কার্ডের মাধ্যমে পণ্য দেওয়ার জন্য নীতিমালা অনুযায়ী জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা সুবিধাভোগী নাগরিকদের তালিকা প্রণয়ন করেছেন। গাজীপুর জেলায় মোট দুই লাখ ১৭ হাজার ৪৬২টি পরিবার এ সুবিধা পাবে। তাদের ইতোমধ্যে কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। ওই কার্ডের মাধ্যমে মোট দুবার পণ্য পাওয়া যাবে। পণ্যের মধ্যে রয়েছে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল।
সুত্রঃ এনটিভি
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest