তৌফিকুল আম্বিয়া টিপুঃ
পেন্ডামিকে শত প্রতিকুলতার পরও বাংলাদেশী আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) কতৃক আয়োজিত সম্মিলিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের সকল রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ।
কানেকটিকাটের বিভিন্ন শহর থেকে প্রচুর লোক সমাগম হয়। এতে মিডিয়া পার্টনার হিসাবে সহযোগিতা করেন কানেকটিকাট থেকে সদ্য প্রকাশিত অনলাইন পত্রিকা ইউএস বাংলা বার্তা।
বাকের বর্তমান সভাপতি নুরুল আলম নুরুর সভাপতিত্বে এবং বাকের বর্তমান সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ চৌধুরী এবং নিউইয়র্ক থেকে আগত শারমিন সিরাজের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বইমেলা। কানেকটিকাট অঙ্গরাজ্যে এটাই ছিল প্রথম বইমেলা।এই বইমেলাতে কানেকটিকাটে বসবাসরত কয়েকজন লেখক তাদের লেখা বই দিয়ে এই মেলার স্টলটি সাজান । বই মেলাতে ছিল কানেকটিকাটের লেখক বাকের সাবেক সভাপতি মঈনুল হক চৌধুরী,বাকের সাবেক কর্মকর্তা ডেভিড স্বপন রজারিও, সুব্রত বণিক এবং পপি চৌধুরীর লেখা অনেক গল্প উপন্যাস এবং কবিতার বই।
অনুষ্ঠানে ছিল কানেকটিকাটের ছোট বাচ্চাদেরকে নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন। দুইটি গ্রুপে ভাগ করে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।”ক” গ্রুপে ১ম হয়েছে আরসাব পাটনায়েক, ২য় হয়েছে সোহানী ঘোষ এবং ৩য় হয়েছে আকসাজ শিল। “খ” গ্রুপে ১ম হয়েছে জনাইরা, ২য় হয়েছে ওয়নিয়া আহমেদ এবং ৩য় হয়েছে নামিরা। শিশুরা বাংলাদেশের পতাকা, শহীদ মিনার এবং গ্রাম বাংলার ছবি আঁকে।
পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছিল গান এবং কবিতা আবৃত্তি দিয়ে।এতে গান পরিবেশন করেন নিউইয়র্ক এর স্বনামধন্য গায়ক চন্দন চৌধুরী, ফারজানা হোসেইন খান এনি, অনুরাধা চক্রবর্তী, স্রুতি ক্রোজ, এনজেল ডি কস্টা,
সোহানা ঘোষ, শিশু শিল্পী নামিরা আহমেদ, সিয়া কুতুব এবং আমান হক।আবৃতি করেন আশেক চক্রবর্তী, সৈয়দা সালওয়া তামান্না নহর, আকসাজ শিল, জারিয়া, জুনেইরা এবং নামিরা আহমেদ।
অনুষ্টানে একুশের তাৎপর্য এবং স্মৃতিচারণ করেন তাহমিনা জাফর, বক্তব্য রাখেন বাকের সাবেক সভাপতি
মইনুল হক চৌধুরী হেলাল, কমিউনিটি ব্যাক্তিত্ব নাজিম উদ্দিন, জুনায়েদ এ খান, বাংলাদেশ আওয়ামিলীগ কানেকটিকাটের সভাপতি জিহাদুল হক জিহাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানেকটিকাটের আহবায়ক তৌফিকুল আম্বিয়া টিপু, সদস্য সচিব আনোয়ার হোসেন হিমু, বাংলাদেশি খ্রিস্টান অ্যাসোসিয়েশন অফ কানেকটিকাটের সভাপতি সমীর দত্ত, বাফসের সভাপতি মোহাম্মদ হুসেন স্বপন, বেঙ্গল লায়ন্স ক্লাবের সেক্রেটারি এম এ আজিজ প্রমুখ।
ভাষা শহীদদের স্মরণে অস্থায়ী শহীদ মিনারে রাত নয়টায় পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আমেরিকান এসোসিয়েশনের কানেকটিকাট, বাংলাদেশ আওয়ামীলীগ কানেকটিকাট স্টেট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানেকটিকাট স্টেট, বাংলাদেশে খ্রিস্টান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট, বেঙ্গল লায়ন্স ক্লাব, কানেকটিকাট ওমেন্স ক্লাব ও অন্যান্য কমিউনিটির ব্যাক্তিবর্গ।
সবশেষে নিউইয়র্ক থেকে আগত শিল্পী চন্দন চৌধুরীর গান পরিবেশনের পরপর বাকের সভাপতি নুরুল আলম নুরের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।