প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২
সুনামগন্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রায় সাড়ে তিন কোটি টাকার এমএসআর সামগ্রী (ওষুধপত্র) সরবরাহকারী নিয়োগের দরপত্র জমা দিতে বাধা ও ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।বুধবার তাদের আটক করা হয়।
আটক পাঁচজন হলো— সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক এহসানুল হক উজ্জ্বল, যুবলীগের কর্মী তাজুল ইসলাম, আরপিননগরের বাসিন্দা রিগ্যান, শহরতলির মাইজবাড়ির বাসিন্দা হাফিজুর রহমান লিটন ও রাজবাড়ি জেলার পাংশার শাওন আহমদ।
পুলিশ জানায়, সকাল ৮টা ৫০ মিনিটে সুনামগঞ্জ সদর হাসপাতালের সাড়ে তিন কোটি টাকার এমএসআর সামগ্রী সরবরাহের ঠিকাদার নিয়োগের দরপত্রে অংশ নেওয়ার জন্য ঢাকা থেকে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়ি হাসপাতাল কমপ্লেক্সে আসে। এ সময় কয়েক তরুণ গাড়িকে ঘিরে দাঁড়ায়। কয়েক মিনিটের মধ্যে তারা গাড়িটি নিয়ে হাসপাতাল কমপ্লেক্সের বাইরে চলে যায়। ওখান থেকে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র ছিনিয়ে নেয় তারা। একইভাবে ৯টা ৪৬ মিনিটে সুনামগঞ্জ সদর হাসপাতালের তিনতলায় ঢাকা থেকে আসা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজনকে টানাহেঁচড়া করে কিছু যুবককে। শহরের হাজীপাড়ার গণপূর্ত অফিসের সামনে দরপত্র নিয়ে ঢুকতে কয়েক যুবক ঢাকা থেকে আসা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাধা দেয়।
দরপত্র কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশকে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আনিসুর রহমান। পরে পুলিশ গিয়ে সিসিটিভির ফুটেজ দেখে জড়িত ৪ জনকে আটক করে। একই সময়ে হাজীপাড়া এলাকা থেকে পুলিশ আরেকজনকে আটক করে।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনিসুর রহমান জানান, দরপত্র জমা দিতে বাধা প্রদান ও দরপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা পুলিশকে জানানোর পর তারা এসে কয়েকজনকে আটক করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দরপত্র প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেছেন, ঘটনায় জড়িতরা অন্যায় কাজ করে থাকলে, এটি তাদের ব্যক্তিগত দায়। সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক এহসান আহমদ উজ্জ্বলকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
ঘটনার পরপর হাসপাতালে থাকা সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মনির আহমদ জানিয়েছেন, হাসপাতাল কমপ্লেক্স থেকে তিনজনকে আটক করা হয়েছে। চালকসহ একটি কারও আটক করা হয়েছে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, হাসপাতালের সাড়ে তিন কোটি টাকার দরপত্র প্রক্রিয়ায় বাধা দেওয়ার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest