প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ স্বপ্ন পূরণ হলো না শাহীনের। তুরস্ক হয়ে গ্রিসে যাওয়ার পথে তুষারঝড়ের কবলে পড়ে ফেনী শহরের নজরুল ইসলাম শাহীন নামের এক যুবক (২৮) মারা গেছেন। তিনি বারাহিপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। শাহীনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।
নিহতের ফুফাতো ভাই নাসির উদ্দিন জানান, গত ২ ফেব্রুয়ারি তুরস্ক থেকে গ্রিসের পথে যাচ্ছিলেন শাহীন। এরপর থেকে তার সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার মোবাইলফোনও ছিল বন্ধ।
গত রোববার রাতে গ্রিস থেকে মশিউর রাব্বি নামে ফেনীর আরেক বাংলাদেশি যুবক তুষারঝড়ে শাহীনসহ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানান। পরে পরিবারের নিকট শাহীনের মরদেহের ছবি পাঠায় মশিউর।
তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ছেলের মরদেহে দেশে ফিরিয়ে আনতে শাহীনের বাবা মিজানুর রহমান সরকারের কাছে আবেদন জানান।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest