বিদেশে পণ্য রপ্তানি করতে হলে পণ্যকে নিরাপদ রাখতে হবে। ‘নিরাপদ খাদ্য’ এর জন্য প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব খুবই গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় নগরীর আমানউল্লাহ্ কনভেনশন সেন্টারে সিলেট চেম্বার আয়োজিত বিনিয়োগ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, এখনো ৭০ শতাংশ মানুষ গ্রামে বাস করে যারা কোন না কোনভাবে কৃষির সাথে জড়িত। তাই দেশের উন্নয়ন করতে হলে কৃষির আধুনিকায়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী কৃষিকে যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি। বিশেষ করে ধান জাতীয় খাদ্যে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি সহ এমডিজি ও বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জন করে শেখ হাসিনা এখন ‘বিশ্বে মাথার মুকুট’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের ও অহংকারের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, এমপি ও এফবিসিসিআই এর ভারপ্রাপ্ত সভাপতি এম. এ. মোমেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ।