যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় বিমানবিধ্বস্ত হয়ে নিহত ১, নিখোঁজ ৭

প্রকাশিত: ৪:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় বিমানবিধ্বস্ত হয়ে নিহত ১, নিখোঁজ ৭

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা উপকূলে আট আরোহীসহ ছোটএকটি বিমান বিধ্বস্ত হয়েছে অন্তত একজন নিহত ও আরও সাতজন নিখোঁজ রয়েছে।স্থানীয়সময় রোববার বিকালে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সোমবার কর্তৃপক্ষএক আরোহীর মৃতদেহ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে।বাকি সাত আরোহীর কেউ আর বেঁচে নেইবলে বলে ধারণা করছেন তারা, জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

স্থানীয় কারটেরেট কাউন্টির শেরিফ তৃতীয় আসা বাক সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অন্যান্য যাত্রীদের খোঁজে তল্লাশি অব্যহত থাকলেও এই দুর্ঘটনায় আরকেউ বেঁচে আছেন এমন কোনো ইঙ্গিত পাননি তারা।বিমানটির আরোহীদের অধিকাংশের পরিবার কারটেরেট কাউন্টিতেই বসবাস করে বলে জানিয়েছেন বাক, কিন্তু তাদের পরিচয় প্রকাশ করেননি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল প্রশাসন জানিয়েছে, এক ইঞ্জিনের পিলাটাসপিসি-১২/৪৭ বিমানটি স্থানীয় সময় রোববার দুপুর প্রায় ২টার দিকে নর্থ ক্যারোলাইনার বিউফোর্টের একটি ছোট উপকূলীয় বিমানবন্দর থেকে প্রায় ১৮ মাইল উত্তরপূর্বেবিধ্বস্ত হয়।মার্কিন কোস্টগার্ড বলেছে, “রাডারে বিমানটিকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়, তারপর এটি রাডার থেকে হারিয়ে যায়।”

পরেকোস্টগার্ড ড্রাম ইনলেটের ৪ মাইল পূর্বেবিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায় বলে তাদের এক মুখপাত্র সোমবার জানিয়েছেন। আর কারটেরেট কাউন্টির শেরিফ দপ্তর বিমানটির এক আরোহীর মৃতদেহখুঁজে পায় বলে জানিয়েছেন তিনি।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ডের নেতৃত্বে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ