জগন্নাথপুরে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন এর লক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২

জগন্নাথপুরে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন এর লক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

হুমায়ূন কবীর ফরীদি##

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ১৫ ই ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস, মীরপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক শেরীন ও জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি বাবু শংকর রায় প্রমূখ ।
এসময় উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ ছদররুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম মশাহিদ, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহির উদ্দিন প্রমূখ সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।

এ সংক্রান্ত আরও সংবাদ