কানাডার ট্রাকচালকদের ‘হটাতে’ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২

কানাডার ট্রাকচালকদের ‘হটাতে’ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইউএস বাংলা বার্তা যুক্তরাষ্ট্র ডেস্কঃ কানাডার রাজধানী অটোয়ায় ট্রাকচালকদের বিক্ষোভ বন্ধে সরকারকে শক্তি প্রয়োগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস আহ্বান জানান, যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ট্রাকচালকদের অবরোধের অবসান ঘটাতে অটোয়া যেন বল প্রয়োগ করে। এতে যুক্তরাষ্ট্র ‘পূর্ণ সহায়তা’ দেবে বলেও জানান তিনি।

সীমান্ত পার হলে করোনা টিকা নেওয়ার বাধ্যবাধকতাসহ অন্যান্য করোনাবিধির বিরুদ্ধে প্রায় দুই সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন কানাডার ট্রাকচালকরা।

এতে অচল হয়ে আছে রাজধানী অটোয়ার বড় অংশ।

এ ছাড়া যুক্তরাষ্ট্র-কানাডা সংযোগকারী তিনটি সীমান্ত সড়কও অবরোধ করে রেখেছেন তারা। এর প্রভাব পড়তে শুরু করেছে দুই দেশের বাণিজ্যে। ট্রাকচালকদের হটাতে কানাডা সরকার পদক্ষেপ নিচ্ছে জানালেও এর কোনো ফল চোখে পড়ছে না। এ অবস্থায় কানাডার ট্রাকচালকদের রাজপথ থেকে হটাতে সহায়তা দেওয়ার কথা বলল প্রতিবেশী যুক্তরাষ্ট্র।

নিউজিল্যান্ড, ফ্রান্স ও বেলজিয়ামেও কানাডার অনুরূপ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে পুলিশ শতাধিক লোককে আটক করে। এর পরও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে করোনাবিধির বিরোধিতাকারীরা।

একইভাবে ফ্রান্সের রাজধানী প্যারিস ও বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসকে কেন্দ্র করে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে করোনাবিধির বিরুদ্ধে থাকা লোকজন।

এ সংক্রান্ত আরও সংবাদ