প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২
সিলেট প্রতিনিধিঃ সিলেটের এয়ারপোর্ট থানার কলবাখানী এলাকার একটি বাসার বাসার ভেতরে অবৈধ জুয়া খেলায় মেতে উঠেছিলেন একদল জুয়াড়ি। গোপন সূত্রে খবর পেয়ে ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার একদল পুলিশ।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, কলবাখানীর জালালী ২১/১নং বাসার ভিতরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১০ জনকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানাপুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- মো. জামাল মিয়া (৩২), মো. সজল মিয়া (৩৫), আছদ্দর আলী (৫২), মো. আবদুল হাই (৫৮), মো. আব্দুল গাফ্ফার (৩৫), রাফি আহমদ (১৯), রুবেল মিয়া (২২), খোরশেদ মিয়া (৪৫), দুলাল মিয়া (৩৫) ও মো. আসকর আলী (৩৩)।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ২ বান্ডিল তাস ও ৫ হাজার ৫১৫ টাকা জব্দ করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। সঙ্গে ছিলেন ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিন, এসআই গৌতম চন্দ্র দাশ, এসআই পলাশ চন্দ্র দাশ, এএসআই রিমন খাঁন, এএসআই আব্দুর রহিম, এএসআই জুনাইদ এবং কনস্টেবল শীতল চন্দ্র, মো. মোস্তাফিজুর রহমান, পুলক তালুকদার ও ১৮৩৬ আবু মাসুদ।
গ্রেফতারকৃত ১০ জুয়াড়িকে শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest