প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ দুঃখপ্রকাশ করেছেন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয়টিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে গত ১৬ জানুয়ারি সংঘর্ষে জড়ায় পুলিশ, যেদিন অন্তত ৪০ শিক্ষার্থীসহ পুলিশ ও শিক্ষকও আহত হন। এ ঘটনায় উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরুর ২৭ দিন পর আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করলেন তিনি।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন সমকালকে তথ্যটি নিশ্চিত করে বলেন, একটি বিবৃতির মাধ্যমে উপাচার্য গত ১৬ জানুয়ারির পর থেকে অনাকাঙ্ক্ষিত সব ঘটনার জন্য দুঃখপ্রকাশ এবং সবার কাছে সহযোগিতা কামনা করেছেন।
এর আগে শাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় উপাচার্য দীর্ঘ ২৬ দিন পর তার বাসভবন থেকে কার্যালয়ে এসে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শিক্ষামন্ত্রী উপাচার্যকে সেদিনের ঘটনায় দুঃখপ্রকাশ করার জন্য পরামর্শ দেন বলে বৈঠক শেষে জানান কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ যারা আহত হয়েছেন, তাদের সবার প্রতি আমার আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।
‘বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে গভীর দুঃখপ্রকাশ করছি। উক্ত ঘটনার ধারাবাহিকতায় সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী যারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি’
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরিয়ে আনতে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষা উপমন্ত্রীসহ সরকারের সব স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ সিলেটের সুশীল সমাজের সবাইকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিরসনে মিডিয়া কর্মীদের যারা দায়িত্বশীল ভূমিকা রেখেছেন, তাদেরও ধন্যবাদ জানান উপাচার্য।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest