প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২
দিরাই প্রতিনিধি#
দিরাইয়ে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ‘আলোকিত উমেদনগর’ নামে একটি সামাজিক সংগঠন। শুক্রবার (১১ফেব্রয়ারি) বেলা তিনটায় উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরুব্বি মকবুল আলী তালুকদারের সভাপতিত্বে ও সৈয়দ সুফি আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা শিহাব আহমেদ, জুয়েল আহমেদ, ছামান মিয়া, সংগঠনের পরিচালক সোহেল মিয়াসহ গ্রামের মুরুব্বি, যুবক ও সংগঠনের সদস্যরা।
আলোচনা শেষে উমেদনগর গ্রামের এসএসসি উত্তীর্ণ ১১জন শিক্ষার্থীকে ক্রেস্ট, অভিনন্দন পত্র ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest