প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
নীলফামারীর সৈয়দপুরে বড় ভাইয়ের গরু চুরির অভিযোগে জেলে যেতে হলো ছোট ভাইকে। কাশিরাম বেলপুকুর ইউনিয়নে বড় ভাইয়ের গরু গোয়াল থেকে বের করে চোরের হাতে তুলে দেয় ছোট ভাই।
চোরাই গরু নিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশের হাতে ধরা পড়লো গরুসহ দুই চোর। পরে তাদের স্বীকারোক্তিতে গ্রেফতার হয় ছোটভাইসহ ৩ জনই।
থানা সূত্রে জানা যায়, সৈয়দপুর থানার এসআই ইন্দ্র মোহন ও সাইদুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার ভোর রাতে নিয়মিত টহল চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ বাজার এলাকায় অভিযানকালে গরুসহ ২ জনকে আটক করে পুলিশ।
তারা হলেন- উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী মুন্সিপাড়া মৃত তশির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৪০) ও সোনাখুলী বড়বাড়ি এলাকার মৃত খমির উদ্দিনের ছেলে আজানুর ইসলাম (৩৫)। তারা জানান, গরুটি তারা ৪০ হাজার টাকায় সিপাইগঞ্জ ডাঙ্গাপাড়ার মৃত সহির উদ্দিন সরকারের ছেলে ফেরদৌস সরকারের (২৮) কাছ থেকে কিনেছেন।
এসআই ইন্দ্র মোহন জানান, আটককৃত দুই চোরের জবানবন্দি অনুযায়ী সকালে ডাঙ্গাপাড়ায় ফেরদৌস সরকারের বাড়িতে গেলে জানা যায়- চুরিকৃত গরুটি ফেরদৌসের বড় ভাই মতিয়ার রহমানের। চুরির সঙ্গে সম্পৃক্ততা থাকায় ফেরদৌসকেও আটক করে গরুসহ থানায় আনা হয়।
এসআই সাইদুর রহমান জানান, আটক ফেরদৌস স্বীকার করেছে ৪০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও নুরুল ইসলাম ও আজানুর এখনো দেয়নি। পরে মতিয়ার রহমানের এজাহারের ভিত্তিতে ৩ জনকেই গ্রেফতার করা হয়।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে বিকালে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত গরুটি মালিক মতিয়ার রহমানের হাতে তুলে দেয়া হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest