ওসমানীনগরে মাছের শরীরে আরবী লেখা আল্লাহু!

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২

সিলেট প্রতিনিধিঃ বোয়াল মাছের শরীরে আরবী ভাষায় একাধিকবার লেখা আল্লাহু শব্দ দেখা গেছে।
ঘটনাটি ঘটেছে, সিলেটের ওসমানীনগর উপজেলার নিজ কুরুয়া গ্রামের সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমদের বাড়িতে।
আফতাব আহমদ জানান, শুক্রবার বিকেলে মাছ কিনতে তিনি স্থানীয় নাজির বাজার যান। বাজার থেকে বোয়াল মাছ ক্রয় করে বাড়িতে নিয়ে যান। তার মেয়ে নুরুন্নাহার ফৈরুজ মাছটি কাটতে গেলে এ সময় তার দৃষ্টিগোছর হয় মাছের শরীরে সারিব্দভাবে আরবী ভাষায় ‘আল্লাহু” লেখা। বিষয়টি জানাজানি হলে মাছটিকে একনজর দেখতে লোকজন মুক্তিযুদ্ধা আফতাব আহমদের বাড়িতে ভীড় করছেন।
আফতাব আহমদ বলেন, কোন দিন মাছের শরীরে কোন লেখা দেখিনি। আজ প্রথম দেখে অবাক হয়েছি। এটা মহান আল্লাহর নিদর্শন।

এ সংক্রান্ত আরও সংবাদ