সিলেটে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২

সিলেটে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষকদের মানববন্ধন

সিলেট প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো সিলেটেও তিন দফা দাবিতে মানববন্ধন করেছে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন।

শুক্রবার সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন সিলেট জেলা শাখার আহ্বায়ক ইশরাক জাহানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিংকুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সেক্রেটারি দেওয়ান মোহাম্মদ ইয়াহইয়া খান, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার মৃধা ও সংগঠনের সদস্য শাহান উদ্দিন, আসমা খাতুন, জয়ন্তি রানী শীল, শাহান উদ্দিন, আসমা খাতুন, সালমা, ফাহিমা সুলতানা, বিশ্বনাথ সরকার, কামরুন নাহার, ব্রজেন্দ্র নাথ, জেসমিন বেগম, সত্যজিৎ, জাকারিয়া আহমদ প্রমুখ।

পরে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা সার্কিট হাউসে শিক্ষামন্ত্রী বরারর একটি স্মারকলিপি দেন।

সংগঠনের দাবিগুলোর মধ্যে রয়েছে- সব নিবন্ধনকারী চাকরি প্রত্যাশীদের কোটাভিত্তিক নিয়োগ দেওয়া,  নিবন্ধনকারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখা ও ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করা।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক নিবন্ধন সনদ চাকরির সনদ, এটা কোনো একাডেমিক সনদ নয়। শিক্ষকতা ছাড়া এ সনদ কোনো কাজে আসবে না। পরীক্ষার মাধ্যমে অর্জিত শিক্ষক যোগ্যতার সনদ হচ্ছে শিক্ষক নিবন্ধন সনদ, এজন্য এক আবেদনে প্যানেলভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করে শিক্ষক সমাজকে অভিশাপমুক্ত করতে হবে।

তারা বলেন, সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখতে কৃত্রিম শিক্ষক সংকট এবং এনটিআরসিএর নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ জটিলতা দূর করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্যানেলভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।

এ সংক্রান্ত আরও সংবাদ