সিলেটে ভুয়া ডিবি কর্মকর্তাকে ধরল র‍্যাব

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২

সিলেটে ভুয়া ডিবি কর্মকর্তাকে ধরল র‍্যাব

ইউএস বংলা বার্তা ডেস্কঃ গোয়েন্দা পু’লিশ কর্মক’র্তা পরিচয়দানকারী এক প্রতারককে গ্রে’প্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।গ্রে’প্তার হওয়া প্রতারকের মো. শামীম মোল্লা (৪৫) জকিগঞ্জ উপজে’লার নরসিংপুর গ্রামের মৃ’ত গনি মোল্লার ছে’লে। তিনি টিলাগড় চামেলীবাগ এলাকার মো. হুরমত মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে সিলেট শহরতলির মেজরটিলা থেকে তাকে গ্রে’প্তার করা হয়।

র‍্যাব জানায়, গো’পন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে শামীমকে ইস’লামপুর মেজরটিলার ‘এ অ্যান্ড এ এ্যাসোসিয়েটস পেট্রোলপাম্প’র সামনে থেকে গ্রে’প্তার করে র‍্যাবের একটি টিম। এসময় তার কাছ থেকে একটি ওয়াকিট’কি সেট, ন্যাশনাল ক্যাডেট কোর পরিচয়পত্র একটি, বাংলাদেশ ব্যাংকের কার্ড একটি, ইষ্ট্রার্ন ব্যাংক’র এটিএম কার্ড একটি, প্রাইম ব্যাংক’র এটিএম কার্ড একটি, স্বর্ণের কয়েন একটি, স্বর্ণের নাকফুল একটি, চাবি ১৬টি, ছু’রি ৩টি ও রুপার লকেট একটি জ’ব্দ করে র‍্যাব।

শামীম ওয়াকিট’কি সেট হাতে নিয়ে ও আইডি কার্ড প্রর্দশন করে নিজেকে পু’লিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের কর্মক’র্তা পরিচয় বিভিন্নজনকে ভ’য় দেখিয়ে অর্থসহ বিভিন্ন জিনিস আত্মসাত করতো। দীর্ঘদিন ধরেই তিনি সিলেটের বিভিন্ন স্থানে এসব কর্মকা’ণ্ড চালিয়ে আসছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ