জনপ্রশাসন মন্ত্রনালয়ের আদেশ অবিলম্বে বাতিলের দাবীতে সিলেটে মানববন্ধন

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২

জনপ্রশাসন মন্ত্রনালয়ের আদেশ অবিলম্বে বাতিলের দাবীতে সিলেটে মানববন্ধন

সিলেট প্রতিনিধিঃ  জেলা প্রশাসনের মাধ্যমে শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশের আহ্বানে একযোগে সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আজ বৃহস্পতিবার আইইবি সিলেট কেন্দ্রের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে সিলেটের সর্বস্তরের প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উন্নয়ন কাজে কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা বিহীন জনবল দিয়ে প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন করানো হলে মাঠ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অনাকাক্সিক্ষত জটিলতার সৃষ্টি হবে এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন রূপকল্প-২০৪১ এর অভিষ্ঠ লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে। এছাড়া প্রকৌশল কার্যক্রম অপ্রকৌশলীদের দ্বারা তদারক করা প্রকৌশলীদের জন্য অসম্মানজনক এবং এটি পৃথক একটি দপ্তরের মাধ্যমে প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়া চালু অপ্রয়োজনীয় ও অনাকাক্সিক্ষত।

এই আদেশকে উলুবনে মুক্তোছড়ানো উল্লেখ করে বক্তারা আরো বলেন, গত ১৮-২০ জানুয়ারি অনুষ্ঠিত ডিসি সম্মেলনে ডিসিগণ কর্তৃক প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করা সম্পর্কিত একটি অযৌক্তিক দাবী উত্থাপন করার প্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী তাৎক্ষণিক নাকচ করে দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই অযৌক্তিক আদেশ দেশের উন্নয়ন বিরোধী ষড়যন্ত্র বলে আইইবি মনে করে।
আইইবি সিলেট কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক প্রকৌশলী আব্দুল কাদিরের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার হালদার, আরইবি’র নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, ইইডি’র নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, শাবিপ্রবির প্রকৌশলী ড. মো: ইকবাল, আরএইচডি’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইনামুল কবির, পিডব্লিউডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রকৌশলী নিজাম উদ্দিন, প্রকৌশলী আব্দুর রহিম ও প্রকৌশলী প্রদিপ কুমার বিশ্বাস প্রমূখ।

‘অবৈধ আদেশ, মানি না, মানব না’ সেøাগানে মুখরিত হয়ে ওঠা মানববন্ধনে বক্তারা জানান, এই আদেশ অবিলম্বে বাতিল না হলে দেশের লক্ষাধিক প্রকৌশলীর প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) প্রকৌশলীদের সাথে নিয়ে কর্মবিরতিসহ আরো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ