জকিগঞ্জের তরুনীর সিলেটে আত্মহত্যা

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২

জকিগঞ্জের তরুনীর সিলেটে আত্মহত্যা

সিলেট প্রতিনিধিঃ সিলেট নগরীর কলবাখানী এলাকায় আক্তার চৌধুরী লিজা (২৮) এক তরুনী আত্মহত্যা করেছেন। গত (৮ ফেব্রুয়ারি) রাত অনুমান ৮টায় সিলেট এয়ারপোর্ট থানাধীন কলবাখানী ৫৪ নং বাসায় মোছা: মারজানা আক্তার চৌধুরী নামে এক তরুনী আত্মহত্যা করেছে। তার স্থায়ী বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজগ্রামে।

এয়ারপোর্ট থানা পুলিশ সূত্রে জানা যায়, কলবাখানী সাকিনস্থ ৫৪ নং ভাড়া বাসার ৪র্থ তলায় ভিকটিমের শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাহিত ওড়না দ্বারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন তার শয়ন কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে নিচে নামায় এবং তাৎক্ষণিকভাবে লিজা অচেতন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা নিরিক্ষা করে মৃত ঘোষনা করেন। ময়না তদন্তের জন্য মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ